ঢাকা,সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনে জামানত হারালেন ৯ প্রার্থী

মহেশখালী প্রতিনিধি ::
উদ্বেগ, উৎকন্ঠা আর উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রবিবার রাতে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে পর্যালোচনায় দেখা যায়, এ আসনের মোট ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই তাদের জামানত হারিয়েছেন। কক্সবাজার-২ মহেশখালী- কুতুবদিয়া  আসনে বিপুল ভোটে জয়লাভ করেন মহাজোট মনোনীত তথা আওয়ামী লীগের নৌকার প্রার্থী আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। তিনি নৌকা প্রতীক নিয়ে ২,১৩,০৯১ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো বেসরকারী ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় জোট প্রার্থী জামায়াতের হামিদুর রহমান আযাদ আপেল প্রতীকে পেয়েছেন ১৮,৫৮৭ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে বিএনপি’র আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ধানের শীষে পেয়েছেন ১১৭৮৯ ভোট,জাতীয় পার্টির মুহিবুল্লাহ লাঙ্গল প্রতীকে ৮৭,  গণফ্রন্টের ড. আনসারুল করিম মাছ প্রতীকে ২৯৫, ইসলামী ফ্রন্টের আবু ইউছুপ মোহাম্মদ মঞ্জুর আহমদ মোমবাতি প্রতীকে ১৪৭,ইসলামী আন্দোলন বাংলাদেশের জসিম উদ্দিন নদভী হাত পাখায় ১৬৩০,আহলে সুন্নাত ওআল জামাত প্রার্থী জিয়াউর রহমান চেয়ার প্রতীকে ৫৭০,বিকল্পধারার মেজর (অব) শাহেদ সরওয়ার কুলা প্রতীকে ৩৭৯, ভোট পেয়েছেন।

পাঠকের মতামত: