ঢাকা,শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

কক্সবাজার হাজীপাড়ায় বনবিভাগের উচ্ছেদ অভিযান : প্রতিবাদে প্রবাসী পরিবারের মানববন্ধন

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার :: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর হাজীপাড়ায় উত্তর বনবিভাগের নাপিতখালী বনবিটের পাহাড় কেটে বিশাল পাকা দালান নির্মাণ করেছে আবদুর রহমান নামের এক মধ্য প্রাচ্য প্রবাসী। গত ১২ ডিসেম্বর রাত ১০ টায় ফুলছড়িরেঞ্জ কর্মকর্তা ফারুক বাবুল, নাপিতখালী বন বিট কর্মকর্তা মো. গোলাম কাবিরসহ বিটের কর্মীরা ওই পাকা দালানটির টিনের আংশিক ছাউনি ভাংচুর ও আংশিক উচ্ছেদ অভিযান চালায়। এর আগে ওই অবৈধ স্থাপনা পরিদর্শন করেন সহকারী বনসংরক্ষক (এসিএফ) ড. প্রান্তষ চন্দ্র রায়।

বনবিভাগ কতৃক উচ্ছেদের প্রতিবাদে ও পাকা দালান রক্ষার অপকৌশল হিসেবে মানববন্ধন করেছে ভোক্তভোগী পরিবার। ১৩ ডিসেম্বর বিকালে ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হাজীপাড়া স্টেশনে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করা হয়।

প্রতিবাদ সভায় বক্তারা, বনবিভাগ কতৃক টাকা দাবী ও টাকা নেওয়ার অভিযোগ তুললেও বনকর্মীরা এই অভিযোগ নাকচ করেছে।
ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ফারুক বাবুল দাবী করেন, ওই প্রবাসী আবদুর রহমান, তার ছেলে আয়ুব রোহিঙ্গা। তারা নাপিতখালী বনবিটের অধীনে বিশাল বনভুমি দখল ও পাহাড় কেটে বিশাল পাকা দালান নির্মাণ কাজ চালিয়ে আসছিল। ইতোপূর্বেও সেখানে একাধিকবার অভিযান চালানো হয়।

তারা বলেন, বনবিভাগের জমিতে ফাউন্ডেশন দিয়ে নির্মাণাধীন ভবনটিতে টিনের ছাউনি দেয়া কালে অভিযান চালিয়ে টিনের ছাউনির আংশিক অংশ ভেঙ্গে দেয়া হয়। দখলদাররা বনকর্মীদের মারমূখী আচরণের কারণে অবৈধ স্থাপনা পুরোপুরি উচ্ছেদ করা যায়নি।
তিনি বলেন, বার্মাইয়া আবদুর রহমান প্রবাসী হলেও তার ছেলে আয়ুবসহ দখলদারদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
এছাড়াও অবৈধ পাকা দালানটি পুরোপুরি উচ্ছেদের বিষয়ে আরো একটি মামলা দায়ের করা হবে এবং সম্পূর্ণ দখল উচ্ছেদ করা হবে।
তিনি বলেন, অবৈধ দখলদার বার্মাইয়া আয়ুব বনকর্মীদের বিরুদ্ধে নারী নির্যাতন সহ বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানীর হুমকি দিচ্ছে। এব্যাপারেও থানায় সাধারণ ডায়েরী করার প্রস্তুতি চলছে।
…….

পাঠকের মতামত: