ঢাকা,মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

কক্সবাজার সাংবাদিক সমিতির জরুরী সভায় কর্মসূচী ঘোষনা বাঁকখালী সম্পাদক সাইফুল ইসলামকে গ্রেফতারের তীব্র নিন্দা ও ক্ষোভ

01সংবাদ বিজ্ঞপ্তি॥

কক্সবাজার সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক বাঁকখালী সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীকে সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে এক জরুরী সভা সংগঠনের সিনিয়র সহ সভাপতি দৈনিক আপনকণ্ঠের সম্পাদক আওয়ামীলীগ নেতা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে গতকাল (৬ অক্টোবর) বিকেলে অনুষ্টিত হয়েছে। সভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, একটি দৈনিক পত্রিকার সম্পাদককে এভাবে পত্রিকার কার্যালয় থেকে পেশাগত দায়িত্ব পালনকালে গ্রেফতারের ঘটনা নজীরবিহীন। কক্সবাজারে ইতোপূর্বে এহেন ন্যাক্কারজনক ঘটনা আর ঘটেনি। এঘটনার মাধ্যমে কক্সবাজারের সংবাদপত্র জগতে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হলো। যা কক্সবাজার জেলার সংবাদপত্র ও সাংবাদিকতা পেশার উপর বড় হুমকি স্বরূপ।  বাক স্বাধীনতা হরনের সু-গভীর ষড়যন্ত্র। বক্তারা বলেন, সম্পাদককে গ্রেফতার, কম্পিউটারসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করে পত্রিকার প্রকাশনা বন্ধ করতে বাধ্য করা আইনের পরিপন্থী গর্হিত কাজ। বক্তারা সাইফুল ইসলাম চৌধুরীকে একজন সাহসী সম্পাদক ও কলম সৈনিক উল্লেখ করে বলেন, তিনি তাঁর লেখনির মাধ্যমে ঘুষ ও দুর্ণীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছেন। এটাই তাঁর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বক্তারা বলেন, ডা: আবদুস সালাম একজন বহু বিতর্কিত ব্যক্তি। তাঁর বিরুদ্ধে দুদকের তদন্তসহ ১ডজনের উপরে মামলা রয়েছে। এধরনের দুর্ণীতিবাজের মুখোশ সমাজে উন্মোচন করে দেওয়া সাংবাদিকের পেশাগত নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু দুর্ণীতির বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের কারনে সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। যা খুবই নিন্দনিয় এবং দুর্ণীতিকে প্রশ্রয় দেওয়ার শামিল। তাই বক্তারা অবিলম্বে দৈনিক বাঁকখালীর সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীর নি:শর্ত মুক্তি দাবী করেন। সভায় সাইফুল ইসলাম চৌধুরীর মুক্তি ও সাজানো মামলা প্রত্যাহারের দাবীতে আগামী ৯ অক্টোবর রবিবার সকাল ১১টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, দৈনিক আপনকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক রুহুল আমিন সিকদার, দৈনিক আজাদীর কক্সবাজার প্রতিনিধি আহমদ গিয়াস, দৈনিক সাগরদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা সরওয়ার, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসাইন সাকিল, একুশে টিভির জেলা প্রতিনিধি ও সংগঠনের কোষাধ্যক্ষ আবদুল আজিজ, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি হারুনর রশিদ, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি এম. আমান উল্লাহ, সাংবাদিক এ. এইচ আমিন, দৈনিক আলোকিত সময়ের কক্সবাজরস্থ স্টাফ রিপোর্টার আবদুল আলীম নোবেল, আবদুল মালেক নঈম, নুরুল আলম প্রমুখ।

পাঠকের মতামত: