ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

কক্সবাজার সরকারি কলেজে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি ::  কক্সবাজার সরকারি কলেজে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশনা অনুষ্ঠান আজ ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উদ্ভিদ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক, একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন কমিটির আহবায়ক ও শিক্ষক পরিষদের সম্পাদক রনজিত বিশ^াস এর সভাপতিত্বে এবং ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন কমিটির সদস্য মুহাম্মদ উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের মান্যবর অধ্যক্ষ বিশিষ্ট উদ্ভিদ বিজ্ঞানী প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই একাডেমিক ক্যালেন্ডার ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবে এবং একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রম সম্পর্কেও অবহিত করবে। তিনি ছাত্র-ছাত্রীদের এটি যথাযথভাবে অনুসরণ করার জন্য পরামর্শ দেন।

এতে আরো বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক কামরুল আহসান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ সোলাইমান, প্রাণি বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আহাম্মদ হোসেন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ অহিদুল ইসলাম, পদার্থ বিদ্যা বিভাগের প্রভাষক মোহাম্মদ কাসেম, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মং থোয়েন এ এবং একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন কমিটির সদস্য ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সালাহ উদ্দিন। বক্তারা শিক্ষার্থীদেরকে একাডেমিক ক্যালেন্ডারের প্রয়োজনীয়তা তুলে ধরে এর তথ্য-উপাত্ত সমূহ তাদের শিক্ষা কার্যক্রমে কাজে লাগানোর পরামর্শ দেন।

পাঠকের মতামত: