পর্যটকদের সেবার মান বৃদ্ধিতে কক্সবাজার সমুদ্র সৈকতে কর্মরত ফটোগ্রাফার্সদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছে ট্যুরিষ্ট পুলিশ। লাবনী বীচ ষ্টুডিও দোকান মালিক সমিতির উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার দুপুরে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় প্রায় ৩ শতাধিক ফটোগ্রাফার্সদের প্রশিক্ষণ দেন কক্সবাজার ট্যুরিষ্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমি।
প্রশিক্ষণে তিনি বলেন, দীর্ঘতম সমুদ্র সৈকতের কারণে কক্সবাজার এখন পুরো বিশ্বের কাছে খুব পরিচিত একটি নাম। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে পর্যটন সেবিরা। অতিথি আপ্যায়নে যাতে কোন ত্রুটি না থাকে সেজন্য এখন থেকে আরো বেশি দায়িত্ব নিতে হবে। কারণ পর্যটন সেবিদের আচার আচরণের উপর নির্ভর করবে কক্সবাজারের পর্যটন শিল্পের অগ্রগতি। তাই অন্যান্যদের মত সমুদ্র সৈকতের ফটোগ্রাফার্সদের অবদানও কম নয়। যুগের সাথে তাল মিলিয়ে ফটোগ্রাফার্সরাও এখন অনেক পাল্টে গেছে। অতীতের মত ফটোগ্রাফার্সদের বিরুদ্ধে পর্যটক হয়রানির অভিযোগ এখন আর আসেনা।
তিনি বলেন, সমুদ্র সৈকতে কর্মরত ফটোগ্রাফার্সদের আলাদা ড্রেস পরতে হবে। পর্যটকদের সামনে নিজেকে উপস্থাপন করতে হলে সব সময় স্মাট হয়ে থাকতে হবে। পর্যটকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে তাদের। একই সাথে সৈকতের বিভিন্ন পয়েন্টে ছবি তোলার জন্য নির্দিষ্ট মূল্য তালিকা টাঙ্গানোর নির্দেশ দেন।
লাবণী বীচ ষ্টুডিও দোকান মালিক সমিতির সভাপতি কাজী রাসেল আহমেদ নোবেলের সভাপতি উক্ত প্রশিক্ষণ কর্মশলায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল আলম চৌধুরী, সদস্য ইকবাল হোসাইন, হাছান মাহমুদসহ সংগঠনের
পাঠকের মতামত: