ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নেমেছে

চকরিয়া অনলাইন ডেস্ক ::  টানা তিন দিনের সরকারি ছুটিতে আজ শুক্রবার সৈকত শহর কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। কানায় কানায় পূর্ণ সাগর তীরে হাজার হাজার পর্যটক উচ্ছাসে মেতেছেন। কেউ সৈকতের বালিয়াড়িতে আনন্দ কোলাহলে মত্ত, কেউ সমুদ্র স্নানে মাতোয়ারা।

সমুদ্র শহর কক্সবাজারের সবগুলো হোটেল-মোটেলের রুম অগ্রিম বুকিং হয়ে গেছে। এসব পর্যটকরা গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল থেকে কক্সবাজারে আসতে শুরু করে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, ইতোমধ্যে ৫০০ হোটেল-মোটেলের রুম অগ্রিম বুকিং হয়ে যাওয়ায় আশার আলো দেখছেন তারা। শুক্রবার (১৮ মার্চ) সকাল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের তিনটি পয়েন্ট কলাতলী, সুগন্ধা ও লাবনী পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শবেবরাতের তিন দিনের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে কক্সবাজার ঘুরতে এসেছে দেশি-বিদেশি পর্যটকরা। নতুন তালিকা অনুযায়ী কক্সবাজারে হোটেল-মোটেল গেস্টহাউজের সংখ্যা ৫১৬টি। এসব হোটেলের সবগুলো রুমই অগ্রিম বুকিং হয়ে যাওয়ায় খুশি ব্যবসায়ীরা। আগত পর্যটকদের নিরাপত্তায় রয়েছে ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসনের কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অনেকে। এ ছাড়াও মোতায়েন রয়েছে সাদা পোশাকধারী পুলিশও।

সকাল থেকেই সৈকতে বাড়তে থাকে পর্যটকের ভিড়। সমুদ্র স্নান, বালিয়াড়িতে উচ্ছ্বাসে মতেছে সকলেই। উপভোগ করছেন নিজের মতো। একই সঙ্গে ইনানী, হিমছড়ি, সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ করছেন বিপুল পর্যটক।

পাঠকের মতামত: