ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

কক্সবাজার সদর হাসপাতালে করোনায় আক্রান্ত ৪৮ জন নার্স

বিশেষ প্রতিবেদক :  কক্সবাজার সদর হাসপাতালে করোনায় প্রায় ৪৮জন নার্স আক্রান্ত হয়েছেন। তন্মধ্যে দুজন এনজিওর অর্থায়নে সদর হাসপাতালে কাজ করেন একজন মিডওয়াইফ ও অপরজন নার্স। বাকীরা সবাই সরাসরি সরকারিভাবে সদর হাসপাতালে কাজ করেন।দেশের অন্যান্য হাসপাতালের মত কক্সবাজার সদর হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টার,ফ্লু কর্নার এবং ট্রিয়াজ কর্নারে সন্দেহভাজন ও পজিটিভ করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন নার্সরা।সম্প্রতি চালু করেছে ১৮শয্যার ICU ও HDU। একটি বেসরকারি সংস্থার উদ্দ্যেগে এটি চালু করা হয়।বৃহৎ রোহিঙ্গা জনগোষ্ঠী সহ কক্সবাজারবাসীর একমাত্র ভরসা এ হাসপাতালে। রীতিমতো কাজ করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন নার্সরা।
আক্রান্ত হওয়া ৪৮ জন নার্সের মধ্যে সুস্থ হয়ে কাজে যোগদান করেছেন ৩৪ জন বাকী ১৪ জন চিকিৎসারত। আক্রান্ত নার্সদের সাথে কথা বলে জানা গেছে তারা সুস্থ হয়ে আবার মানবসেবায় কাজ করতে চান। এজন্য সবার কাছে দোআ চেয়েছেন।

পাঠকের মতামত: