শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার, ২২ আগস্ট ॥
কক্সবাজার শহরে তারাবনিয়ার ছড়ায় ভ্রাম্যমান আদালত সোমবার দুপুরে অভিযান চালিয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড দেয়া হয়েছে। নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালত সহকারী সুমন পাল।
জানা গেছে, কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে সুপার শপ নামের প্রতিষ্ঠান খুলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সহ শিশুখাদ্য বিক্রি করে আসছে। এসব ব্যবসা প্রতিষ্ঠানে নিষিদ্ধ, মেয়াদোত্তীর্ণ ও বিএসটিআইএর অনুমোদন বিহীন পণ্য বিক্রি করে গ্রাহদের সাথে চরম প্রতারণা করে আসছিল।
এসব অভিযোগ দীর্ঘদিনের হলেও বিএসটিআইয়ের তৎপরতা দেখা যায়নি।
জানা গেছে, সোমবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহমিদা মোস্তফার নের্তৃত্বে শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এসময় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে তারাবনিয়ার ছড়াস্থ হারুন অর রশিদের মালিকানাধীন দুবাই সুপার শপকে ৪ হাজার টাকা, একই স্থানে ইফতিহার চৌধুরী মালিকানাধীন সেভওয়েকে ৫ হাজার টাকা, ভাই ভাই স্টোরে আমদানী নিষিদ্ধ বিদেশী সিগারেট বিক্রির দায়ে ১ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
ভ্রাম্যমান আদালত সহকারী সুমন পাল জানিয়েছেন, শহরের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
———–
পাঠকের মতামত: