কক্সবাজার প্রতিনিধি ::
কক্সবাজারে ভেজাল, অনুমোদনহীন ওষুধের মজুত ও বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ এর ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
এসময় শহরের হাসপাতাল সড়কস্থ আর আর ফার্মেসি, রামু প্লাস, প্রেসক্রিপশন ফার্মেসীসহ ৭ ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানকে চার লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব ফার্মেসী থেকে উদ্ধার করা হয় ১০ লাখ টাকা মূল্যমানের মেয়াদ উত্তির্ন ওষুধ, যা পরবর্তীতে ধ্বংস করার নির্দেশ দেয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
এসব মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেবনের পর দীর্ঘ মেয়াধী সমস্যায় ভুগতো রোগীরা। এসব ওষুধ বিক্রয়কে ঘিরে কক্সবাজারে গড়ে উঠেছে একটি চক্র। তাদের দমনে নেমেছে প্রশাসন এমনটায় জানালেন ওষুধ প্রশাসনের এই কর্মকর্তা।
অভিযানে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক মিডিয়া আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত: