ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

কক্সবাজার-রামুকে বিশ্বমানের পর্যটন নগরী গড়তে নৌকায় ভোট দিন – কমল

সোয়েব সাঈদ ॥

কক্সবাজার-রামুকে বিশ^মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে মহাজোট প্রার্থী সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন, তথ্য-প্রযুক্তি ও শিক্ষাক্ষেত্রেও কক্সবাজার-রামুকে আরো এগিয়ে নেয়া হবে। মানুষের কাংখিত উন্নয়ন একমাত্র আওয়ামীলীগ নেতৃত্বাধিন সরকারই করতে পারে। যা বিগত ৫ বছরে প্রমানিত হয়েছে। সন্ত্রাস-জঙ্গিবাদে জড়িত বিএনপি-জামাত জোটকে ব্যালট বিপ্লবের মাধ্যমে প্রতিহত করে আগামী ৩০ ডিসেম্বর নৌকার জয় সুনিশ্চিত করতে হবে।

সাংসদ কমল শনিবার (২২ ডিসেম্বর) রামু উপজেলার জোয়ারিয়ানালা ও কাউয়ারখোপ ইউনিয়নের বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের সমর্থনে আয়োজিত পথসভা ও গণসংযোগকালে এসব কথা বলেন।

সাইমুম সরওয়ার কমল বলেন, বিএনপি দূর্ণীতিবাজ দল। এ দল ক্ষমতায় এলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যায়। আওয়ামীলীগ উন্নয়নে বিশ^াসী। এ কারনে অনিয়ম-দূর্ণীতি দূর করে দেশের কল্যাণে রেকর্ড পরিমান উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছে। এ সরকারের আমলে রামুর অবহেলিত উখিয়ারঘোনা গ্রামে কার্পেটিং সড়ক নির্মাণ, ঘরে ঘরে বিদ্যুতায়ন, মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠাসহ নানামুখি উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছে। এভাবে প্রত্যেক গ্রামে এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে।

এমপি কমল আরো বলেন, কক্সবাজার-রামুতে আর্ন্তজাতিক বিমানবন্দর, রেল লাইন, সমুদ্র গবেষনা ইন্সটিটিউট, মেডিকেল কলেজ, বাঁকখালী নদী ড্রেজিং, বিকেএসপি সহ অনেক বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, যা মানুষ কল্পনাও করেনি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় ছিলেন বলেই এ উন্নয়ন সম্ভব হয়েছে। তাই সারাদেশের মত কক্সবাজার-রামুর মানুষও উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে।

শনিবার সন্ধ্যায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের জোয়ারিয়ানালা বাজার, চা বাগান স্টেশন, পশ্চিম নোনাছড়ি বটতলী, জোয়ারিয়ানালা মাদ্রাসা গেইট স্টেশনে আয়োজিত পথ সভায় সভাপতিত্ব করেন, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স।

সমাবেশে সাবেক ইউপি চেয়ারম্যান এমএম নুরচছাফা, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামাল বোরহান উদ্দিন আহমেদ শাহান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন সিকদার, আওয়ামীলীগ নেতা আবছার কামাল সিকদার, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া, রামুর আওয়ামীলীগ নেতা সৈয়দ মো. আবদুস শুক্কুর, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ বক্ত বাবুল, জেলা যুবলীগ নেতা মীর মোহাম্মদ আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, দুবাই আওয়ামীলী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ খালেদ, ইউপি সদস্য জসিমুল ইসলাম, মহিলা ইউপি সদস্য জয়নাব আকতার কহিনুর, জোয়ারিয়ানালা ইউনিয়ন যুবলীগের সভাপতি জাবেরুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আনছারুল আলম, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও এমপি কমলের ব্যক্তিগত সহকারি আবু বক্কর ছিদ্দিক, আওয়ামীলীগ নেতা এসএম শাখাওয়াত হোসেন, ফারুক আহমদ, নুর হোসাইন, শাহজাহান মুন্সী, যুবলীগ নেতা উত্তম মহাজন, আজিজুল ইসলাম, জহির আহমদ, দিলীপ কুমার মহাজন প্রমুখ উপস্থিত ছিলেন।

দুপুরে সাংসদ সাইমুম সরওয়ার কমল নৌকা প্রতীকের সমর্থনে কাউয়ারখোপ ইউনিয়নের কাউয়ারখোপ বাজার, লট উখিয়ারঘোনা, উখিয়ারঘোনা, টিলাপাড়া, লামারপাড়া, সওদাগরপাড়া, গনিয়াকাটা, নাপিতেরঘোনা সহ বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন। এসময় কক্সবাজার জেলা পরিষদ সদস্য শামসুল আলম চেয়ারম্যান, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল হক, উপজেলা যুবলীগের সহ সভাপতি ওসমান সরওয়ার মামুন, সাবেক ইউপি সচিব আওয়ামীলীগ নেতা শফিউল আলম, কাউয়ারখোপ ইউনিয়ন যুবলীগ সভাপতি তারেক আহমদ, সাধারণ সম্পাদক নুরুল আজিম, ইউপি সদস্য রফিকুল আলম, হাবিব উল্লাহ, সাবেক মেম্বার খুইল্ল্যা মিয়া, নুরুল ইসলাম ও আজিজুল হক, কাউয়ারখোপ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক মনজুর আলম সোহেল, উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ নোমান প্রমূখ। সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এরআগে সকালে সাংসদ কমল রামুর স্বপ্œপুরী কমিউনিটি সেন্টার উপজেলা ওলামা-মশায়েখ পরিষদের উদ্যোগে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে মহাজোট প্রার্থী সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের সমর্থনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

একইদিন (শনিবার) নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের সহধর্মিনী সেলিনা সরওয়ার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সিকদারপাড়া, উমখালী, রাজারকুল ইউনিয়নের ছাগলিয়াকাটা, ফতেখাঁরকুল ইউনিয়নের দক্ষিণ দ্বীপ ফতেখাঁরকুল, শিকলঘাট, চেরাংঘাটা, ভুতপাড়া এলাকায় মহিলা সমাবেশ ও গণসংযোগ করেছেন। এসময় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নী, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান ইউনুচ ভূট্টোসহ রামু উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার রামু উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম রামু উপজেলার বিভিন্নস্খানে পথসভা ও গণসংযোগ করেছেন। উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: