ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

কক্সবাজার-মহেশখালী ফেরিঘাটে প্রশিক্ষন বিহীন চালক ও মেয়াদর্ত্তীন স্পীড বোটের কারনে ঘটে দুর্ঘটনা

এম রমজান আলী মহেশখালী ঃ coxs

কক্সবাজার-মহেশখালী ফেরিঘাটে প্রশিক্ষন বিহীন চালক ও মেয়াদর্ত্তীন স্পীড বোটের কারনে নিয়মিত দুর্ঘটনা ঘটেই যাচ্ছে কর্তৃপক্ষের দৃষ্টি নেই। ফেরিঘাটের সৃষ্টির আদিকাল থেকেই অদ্যাবদি পর্যন্ত স্পীড বোট চালকের কোন ধরনের প্রশিক্ষনের ব্যবস্থা নেওয়া হয়নি এবং মেয়াদর্ত্তীন স্পীড বোটের কোন ধরনের (মোবাইল কোর্ট) অভিযান হয়নি যারফলে নিয়মিত ঘটেই যাচ্ছে অনাকাংঙ্কিত ঘটনা। জরিপে দেখা মহেশখালী-কুতুবদিয়ার বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের পিতা ফেরিপারাপারে দুর্ঘটনায় মারা গেছে। সম্প্রতি ফেরিপারাপারে একটি স্পীড বোট অনাকাংঙ্কিত দুর্ঘটনায় পতিত হয়ে ১০ যাত্রী কে উদ্ধার করতে পারলে ও এক মহিলা কে উদ্ধার করতে পারেনি শেষ পর্যন্ত ২দিন পর ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে এরপরে ও কর্তৃপক্ষের কোন টনক নড়েনি। দুর্ঘটনায় পতিত হওয়া এক ব্যক্তি ছোট মহেশখালী ইউনিয়নের বাসিন্দা নুরুল কামাল আকাশ জানান, আমি খুব কাছ থেকেই মৃত্যুর যন্ত্রনা দেখেছি, যদি দক্ষ ও প্রশিক্ষন প্রাপ্ত এবং মানসম্মত স্পীড বোট হত তা হলে এর রকম দুর্ঘটনায় পড়তে হত না। এক যাত্রী নুর হোসেন জানান, ফেরিপারাপারে প্রশিক্ষন বিহিন চালক ও মেয়াদর্ত্তীন স্পীড বোটের কারনে নিয়মিত অঘটন ঘটেই যাচ্ছে অথচ কর্তৃপক্ষের কোন দৃষ্টি নাই।

পাঠকের মতামত: