প্রেস বিজ্ঞপ্তি :: “আসুন পরিবারকে ডায়াবেটিস মুক্ত রাখি ” প্রতিপাদ্য নিয়ে আজ বৃহষ্পতিবার (১৪ নভেম্বর) ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালন করা হয়েছে। দেশের অন্যান্য স্থানের মত কক্সবাজারেও পালিত হয়েছে দিবসটি। প্রতি বছর ১৪ নভেম্বর সারা বিশ্বে ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির জন্য দিনটি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে পালন করা হয়ে থাকে। জাতিসংঘ এই দিবসকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে। এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক এ দিবসটিকে সরকারিভাবে উৎযাপনের জন্য স্বীকৃতি দিয়েছে।
প্রতিবারের মতো এবারও কক্সবাজার ডায়াবেটিক সমিতি পরিচালিত ডায়াবেটিক হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং র্যালি সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথভাবে এই দিবসটি পালন করা হয়। আজ বৃহষ্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজার ডায়াবেটিক হাসপাতালে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও সেবা দেওয়া হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে পঁচ শতাধিক ডায়াবেটিক রোগি সেবা গ্রহন করেন। সেবা গ্রহনকারিদের মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যাই বেশী।
এর আগে সকালে এক বর্ণাঢ্য র্যালী হাসপাতাল চত্বর থেকে বের করা হয়। কক্সবাজার ডায়াবেটিক সমিতির সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা এবং সাধারণ সম্পাদক এডভোকেট তোফায়েল আহমদ ও সমিতির অন্যান্য সদস্য যথাক্রমে বিশিস্ট ব্যবসায়ি এজাজুল ওমর চৌধুরী (বাট্টু মিয়া), জেলা যুবলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, এডভোকেট সৈয়দ রেজাউর রহমান, সাবেক পৌর কমিশনার আবু জাফর সিদ্দিকী ও উদয় শংকর পাল মিঠু, একেএম মাহতাবুল ইসলাম, সহ ডায়াবেটিস সংশ্লিষ্ট ব্যক্তিরা এতে অংশ গ্রহন করেন।
হাসপাতালের মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন কক্সবাজার ডায়াবেটিক হাসপাতালের জেষ্ট্য মেডিকেল অফিসার ডাঃ এম, নকরেক, ডাঃ মোহাম্মদ মুসা ও ডাঃ মুফিজুল ইসলাম তালুকদার।
পাঠকের মতামত: