ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

কক্সবাজার বিমান বন্দর শাহ্ আবদুল মালেক নামকরণের দাবীতে মতবিনিময় সভা কাল

malek-sah_1প্রেস বিজ্ঞপ্তি:
দেশের বিশেষ অর্থনৈতিকজোন পর্যটন নগরী কক্সবাজার বিমান বন্দরকে অলীকুল সম্রাট হযরত “শাহ্ আবদুল মালেক আন্তর্জাতিক বিমান বন্দর নাম করণের দাবীতে এক মতবিনিময় সভা কক্সবাজার হিলডাউন সার্কিট হাউস সম্মেলন কক্ষে কাল বৃহস্পতিবার বিকাল ৩টায় অনুষ্টিত হবে।
সভায় প্রধান অতিথি থাকবেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দীন খানঁ বাদল এমপি।

এতে সম্মানিত অতিথি থাকবেন আশেক উল্লাহ রফিক এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি, আবদুর রহমান বদি এমপি, মুহাম্মদ ইলিয়াছ এমপি, খোরশেদ আরা হক এমপি, ওয়াসিকা আয়েশা খান এমপি, মোস্তাফিজুর রহমান এমপি, অধ্যাপক ড.আবু রেজা মুহম্মদ নিজাম উদ্দিন নদভী এমপি, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধূরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্ণেল (অব.) ফোরকান আহমদ, জেলা আ.লীগের সভাপতি এড.সিরাজুল মোস্তাফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সাবেক এমপি উইংকমান্ডার জহিরুল ইসলাম, জেলা আ.লীগের প্রবীণ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান ইউপি চেয়ারম্যান এড.ফরিদুল ইসলাম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মন্জুর আলম সিকদার, কুতুবদিয়া উপজেলা আ.লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুচ ছাফা, কুতুবদিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আ.ন.ম.শহীদ উদ্দিন ছোটন প্রমুখ।

সভাকে সফল ও স্বার্থক করতে জেলার সর্বস্তরের গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক, মালেক শাহ্ হুজুরের ভক্ত-অনুরক্তদের যথাসময়ে উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বিমান বন্দরের নামকরণ বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোকারেমুল কাদের চৌধুরী মুকুল ও সদস্য সচিব কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী।

 

পাঠকের মতামত: