ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার বিমান বন্দরে ৫ হাজার পিস ইয়াবাসহ যাত্রী আটক

yaba atokএম.শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার ::

কক্সবাজার বিমান বন্দরে ৫ হাজার পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে নিরাপত্তা কর্মীরা। রোববার সকাল ১১টায় এ অভিযান চালানো হয়।

বিমান বন্দর কর্তৃপক্ষ সুত্র জানিয়েছেন, রোববার সকাল ১১টায় বাংলাদেশ বিমানের একযাত্রী কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার জন্য টিকেট করেন। বিমান বন্দরের অতিক্রম কালে নিরাপত্তাকর্মী ( আনসার সদস্যরা) স্ক্রেনার মেশিন দিয়ে তল্লাশী চালায়। এসময় অভিনব কায়দায় হ্যান্ড ব্যাগের নিচে সেলাই করে রাখা ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় বিমান যাত্রী দীন ইসলাম (৩৩) কে। সে ঢাকা কেরানীগঞ্জ এলাকার আবদুল মোতালেবের ছেলে। ইয়াবা গুলো টেকনাফ থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে জানান ধৃত দীন ইসলাম।

টেকনাফ বাহারছড়া এলাকার সরবরাহকারী নাঈমুল ইসলাম বাবু নামের এক ব্যক্তি ইয়াবা গুলো পাচারের জন্য দিয়েছিলেন বলে জানান নিরাপত্তাকর্মীরা।

কক্সবাজার বিমান বন্দর ব্যবস্থাপক সাধন কুমার মহন্ত জানান, আটকের পর ইয়াবা ব্যবসায়ি দীন ইসলামকে কক্সবাজার সদর মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

পাঠকের মতামত: