ঢাকা,বুধবার, ২০ নভেম্বর ২০২৪

কক্সবাজার বিমানবন্দর হবে বিশ্বমানের

মাহাবুবুর রহমান, কক্সবাজার ::
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী বলেছেন,কক্সবাজারে তৈরি হচ্ছে বিশ্ব মানের বিমানবন্দর। বিশ্বের বড় বড় এবং আধুনিক বিমানবন্দরের আদলে তৈরি করা হচ্ছে পর্যটন নগরী কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। ইতি মধ্যে বিমানবন্দরের মাটির নীচের অংশের কাজ শেষ হয়েছে। এখন দৃশ্যমান কাজ শুরু হবে। ফলে খুব দ্রুত এই বিমানবন্দরের সব কাজ দৃশ্যমান হবে। আমি বিশ্বাস করি খুব দ্রুত এখানে আর্ন্তজাতিক বিমান ্আসা যাওয়া করবে। তিনি ৩১ জানুয়ারী বেলা সাড়ে ১২ টায় কক্সবাজান বিমানবন্দরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। আলাপ কালে বিমান প্রতিমন্ত্রী আরো বলেন,প্রায় ৪ হাজার কোটি টাকার এই আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হলে পর্যটনের নতুন দিগন্তের সূচনা হবে। ফলে এই বিমানবন্দরকে ঘিরেই কক্সবাজারের জাতিয় আয় আরো বাড়বে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারের উন্নয়নের ব্যাপারে বেশ আন্তরিক তাই তিনি সব সময় নিজে এসব বিষয়ে খোঁজ খবর রাখেন। এছাড়া আমি মনে করি কক্সবাজারের সাংবাদিকদের আরো বেশি ইতিবাচক ভূমিকা রাখতে হবে। বিমানবন্দর সহ সব ধরনের উন্নয়ন কর্মকান্ড নিয়ে নিয়মিত ভাল লেখালেখি করলে সেটা দেশ বিদেশের মানুষ জানবে দেখবে তাহলেই পর্যটনের উন্নয়ন ঘটবে। বেলা ১১ টায় তিনি বিমানযোগে কক্সবাজার পৌছান। পরে সেখানে একটি উন্নয়ন সভায় যোগদান করে বিমানন্দরের কাজের অগ্রগতির বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। পরে নির্মানাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে এবং সম্প্রসারিত রানওয়ে পরিদর্শন করেন। এ সময় প্রতিমন্ত্রীর সাথে থাকা বিমান পরিবহণ ও পর্যটন সচিব মোঃ মুহিবুল হক বলেন,কক্সবাজারের বিমানবন্দরের মূলভীত তৈরি প্রকৃয়া শেষ পর্যায়ে এখন দৃশ্যমান কাজ হবে। আসা করছি যথা সময়ে সব কাজ শেষ হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন অথরটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. নাঈম হাসান, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আকতারুজ্জামান কবির,প্রধান প্রকৌশলি সধেন্দু বিকাশ গোস্বামি, তত্বাবধায়ক প্রকৌশলী শহিদুল আফরোজ, কক্সবাজার টূরিষ্ট পুলিশের এসপি জিল্লুর রহমান,কক্সবাজার এয়ারপোর্ট ম্যানেজার সাইদুজ্জামান, প্রকল্প পরিচালক আমিনুল ইসলাম, নির্মাণকারী প্রতিষ্টানের প্রকৌশলী রেজাউল করিম,সিভিল এভিয়েশনের প্রকৌশলী তারেকুল ইসলাম,মোঃ সোহেল প্রমুখ।

পাঠকের মতামত: