নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজার বন অধিদপ্তরের কক্সবাজার উত্তর ও দক্ষিণ বন বিভাগের ১৮টি রেঞ্জের অধীনে ৪০টি ফরেষ্ট অফিস ও টহল ফাঁড়িতে রোদ বৃষ্টিতে পুড়ে পচে নষ্ট হচ্ছে অন্তত কোটি টাকার বিভিন্ন প্রজাতির কাঠ। বনবিভাগ ও আইনশৃংঙ্খলা বাহিনী কর্তৃক উদ্ধার ও জব্দকৃত এ সকল কাঠ জমা রাখা হয়েছে রেঞ্জ কার্যালয়, বনবিট ও টহল ফাঁড়ির অভ্যন্তরে। এর মধ্যে বেশীর ভাগ নয়েছে সেগুন, গামার ও গর্জন কাঠ। বাকি গুলো জাম, আকাশমনি সহ অন্যান্য প্রজাতির কাঠ।
সরেজমিনে জানাগেছে,কক্সবাজারদক্ষিণ বন বিভাগের টেকনাফ সদর, শীলখালী, হোয়াক্যং, উখিয়া, ইনানী, ধোয়াপালং, পানোর ছাড়া, রাজারকুল, কক্সবাজার রেঞ্জ ও সদর রেঞ্জ এর আওতাধীন বনবিট অফিস এবং কক্সবাজার উত্তর বন বিভাগের ফাসিয়াখালী, ফুলছড়ি, মেহেরঘোনা, ঈদগাঁও, ঈদগড়, বাঁকখালী, পিএমখালী, কক্সবাজার সদর রেঞ্জ এবং উলে¬খিত রেঞ্জ গুলোর আওতাধীন বনবিট গুলোর অভ্যন্তরে হাজার হাজার ঘনফুট কাঠ স্তূপ আকারে পড়ে আছে। বর্ষা মৌসুমী বৃষ্টি ও শুষ্ক মৌসুমে রোদে এ কাঠ পচে পুড়ে মিশে যাচ্ছে মাটিতে। উল্লে¬খিত বন বিট অফিস গুলোর মধ্যে ফাসিঁয়াখালী, ফুলছড়ি, ঈদগাঁও, ঈদগড় রেঞ্জ ও বনবিটে এবং টেকনাফ সদর রেঞ্জ, রাজারকুল, কক্সবাজার রেঞ্জ,পানের ছড়া রেঞ্জ ও বনবিট গুলোতে সবচেয়ে বেশী পরিমাণ কাঠ পচে মাঠির সাথে মিশে গেছে। বিভিন্ন সময় বনকর্মী ও আইনশৃংঙ্খলা বাহিনীর হাতে আটককৃত বনজদ্রব্য গুলোর বর্তমান মূল্য প্রায় ৫০ কোটি টাকা হবে বলে বন বিভাগেরই একটি সুত্র জানিয়েছেন।
এসব মুল্যবান কাঠ গুলো বছরের পর বছর ধরে অবহেলায় পড়ে থাকায় অর্ধেকেও বেশী পরিমাণ এখন আর কোন কাজে আসবেনা বলে জানিয়েছেন বনবিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
বন বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন,পাচার কালে বনজদ্রব্য গুলো আটক করা হয়। এ ঘটনায় কাঠ ও আসামী সহ ধুত করা হলে দায়ের করা হয় আদালতে পিওআর মামলা। ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জব্দকৃত কাঠ নিলামে বিক্রি করা যায় না । এ ছাড়া মামলা বিচারাধীন থাকায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিষ্ট্রেটের অনুমতিও মিলেনা। ফলে বছরের পর বছর ধরে আটককৃত মুল্যবান কাঠ নষ্ট হয়ে যাচ্ছে। নিলাম বিক্রয় করতে না পারায় শুধুই পচানো হচ্ছে কোটি কোটি টাকার জব্দকৃত কাঠ। ইউ ডি আর (মালিকবিহীন বা পরিত্যক্ত) এবং সি ও আর ( বিভাগীয় নিষ্পত্তি মামলা) মামলা গুলোতে খুব কম সময়েই নিষ্পত্তি করা হয় বলে জানা গেছে।
এদিকে, বন বিভাগের অপর একটি সুত্র জানিয়েছেন জেলার বন অধিদপ্তরের বিভিন্ন রেঞ্জ ও বন বিট কার্যালয়ে জব্দকৃত অনেক মুল্যবান কাঠের অস্তিত্ব নেই। কাগজে কলমে থাকলেও বাস্তবে চিত্র ভিন্ন। সংশ্লিষ্ট বিট কর্মকর্তা অথবা রেঞ্জ কর্মকর্তার প্রত্যক্ষ সহযোগীতায় বহু মুল্যবান কাঠ চুরি কিংবা বিক্রি করা হয়েছে। ভাল মুল্যবান কাঠ বদল করে নষ্ট কাঠ স্তুুপ করে রাখার এমন ঘটনা ঘটেছে অনেক বনবিটে ।
এদিকে, জেলার সরকারী সংরক্ষিত বনাঞ্চল গুলো হতে গাছ কাটা বন্ধ হয়নি, সে সাথে চলছে পাচার। প্রতিনিয়তই চোরাকারবারিরা উত্তর ও দক্ষিন বন বিভাগের বনাঞ্চল থেকে বিভিন্ন সাইজ ও জাতের কাঠ কেটে বিক্রি করছে প্রকাশ্যে। জেলা শহর সহ উপজেলার বিভিন্ন হাট বাজার ও পার্শ্ববর্তী এলাকার কাঠ ব্যবসায়ীদের দোকানে এবং ফার্নিচারের কারখানা গুলোতে অহরহ চোরাই কাঠ চোখে পড়ার মতো। এসব এলাকার ইটভাটা গুলোতেও অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। ইটভাটা মালিকগন চোরাকারবারীদেরকে অগ্রীম টাকা দিয়ে কাঠ সংগ্রহ করছেন। নৌকা, ডাম্পার এবং ট্রাকে করেই বেশীরভাগ কাঠ বন সংলগ্ন এলাকা থেকে আনা হয়। চেরাই কাঠ কাটা ও পাঁচারের সাথে বনরক্ষী নামক এক শ্রেনীর বিশ্বাস ঘাতক কর্মকর্তা কর্মচারী সরাসরি জড়িত রয়েছে । একশ্রেণীর বনকর্মীরা চোরাকারবারী, মজুতদার, পাচারকারী ও ইটভাটা মালিকদের নিকট থেকে নির্ধারিত হারে মাসোহারা আদায় করেন বলে অনুসন্ধানে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ কাঠ উদ্ধারের বিভিন্ন সময় বনবিভাগ ও আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যরা কাঠ জব্দ করতে পারলেও বেশীর ভাগ সময় কোন চোরাকারবারীই ধরা পড়েনা। উদ্ধার হলেও মুল হুতাদের বিরুদ্ধে মামলাও হয়না। এ ধারা দীর্ঘদিন ধরেও অব্যাহত রয়েছে।
এ বিষয়ে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জানান, আদালতে বছরের পর পর মামলা বিচারাধীন থাকায় এবং আদালতে অনুমতি না পাওয়ায় জব্দকৃত কাঠ নিলামে বিক্রি করা সম্ভব হচ্ছেনা। ফলে রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে মুল্যবান কাঠ।
প্রকাশ:
২০১৬-১১-১১ ১৩:৩৬:০৩
আপডেট:২০১৬-১১-১১ ১৩:৩৬:০৩
- চকরিয়ায় প্যারাবন নিধনের মামলায় আসামি নিরীহ মানুষ
- পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
- চকরিয়ায় সেনাবাহিনীর হাতে নারীসহ তিনজন গ্রেফতার
- মেরিন ড্রাইভ সড়কে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত
- চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদি সহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা
- চকরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, বিক্রেতা গ্রেফতার
- দুর্নীতির আখড়ায় কক্সবাজার সিটি কলেজ
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- বদরখালী সমিতির ১১টি মৎস্য প্রকল্পের নিলাম নিয়ে বিরোধ
- রামুতে আপন ভাতিজিকে অপহরণ করে মুক্তিপণ দাবি
- রামুতে ল্যাপটপ পেলেন ৮০ নারী ফ্রিল্যান্সার
- চকরিয়া সদরের বক্স রোড সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- বহিরাগতদের নিয়ে কলেজে গেলেন পদত্যাগ করা বিতর্কিত অধ্যক্ষ মুজিবুল আলম
- চকরয়ার ঠিকাদার মিজান গ্রেফতার, কোটি টাকার ঋণের জেল-জরিমানার দায়ে
- কক্সবাজার আবাসিক হোটেলে ৭০ ইউপি সদস্যের ‘গোপন বৈঠক’, আটক ১৯
- চকরিয়ার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় : কোটি টাকা লোপাটের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি ডাম্পার ও স্কেভেটর জব্দ
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
- পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
পাঠকের মতামত: