সংবাদ বিজ্ঞপ্তি :: কক্সবাজার ফুটবল এসোসিয়েশন (ডিএফএ)র নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ অনুষ্টান সম্পন্ন হয়েছে। আজ ২৮ ডিসেম্বর বিকালে শহরের একটি অভিযান রেষ্টুরেন্টে জেলা ডিএফএ কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান সদ্য সমপ্ত ডিএফএ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও দৈনিক রুপসীগ্রাম পত্রিকার সম্পাদক মোঃ খোরশেদ আলম।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার সম্পাদক,কক্সবাজার ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহাবুবুর রহমান, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন।
অনুষ্টান ডিএফএ সাধারণ সম্পাদক মোঃ হানিফ। পরে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান এতে শপথ নেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, সহ সভাপতি সোয়েব ইফতেখার, হেলাল উদ্দিন কবির, কোষাধ্যক্ষ মাসুদ আলম, নির্বাহী সদস্য জোতির্ময় বড়ুয়া মঙ্গল, ছিদ্দিক আহামদ, সুবীর বড়ুয়া ভুলু, খালেদ আজম বিপ্লব, খালেদা জেসমিন, খালেদ হোসেন, ওয়াহিদ মুরাদ সুমন, মোঃ রশিদ আনচারী, মোঃ কাশেম আনচারী।
শপথ অনুষ্টান শেষে কমিটির প্রথম সভায় সর্বসম্মতিক্রমে মোঃ হানিফকে ডিএফএ সাধারণ সম্পাদক ও মোঃ নাছির উদ্দিন কে যুগ্ন সাধারণ সম্পাদক মনোনয়ন করা হয়। উক্ত সভায় নব নির্বাচিত সভাপতি ফজলুল করিম সাঈদী বলেন, ফুটবলের উন্নয়ন করাই আমাদের একমাত্র লক্ষ্য একই সাথে জেলার প্রতিটি উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ সংরক্ষণ এবং নতুন মাঠ সৃস্টিকরাকে বেশি গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।
পাঠকের মতামত: