ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবের ছোট ভাই মিটুলের জানাজা ও দাফন সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি ::
কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি ও শহরের বাজারঘাটা সৈকত টাওয়ারের সত্বাধিকারী মাহবুবর রহমানের ছোট ভাই মিজানুর রহমান মিটুল (৩৫) এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে গতকাল মঙ্গলবার ২০ আগস্ট জোহরের নামাজের পর অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন মরহুমের চাচা প্রিপ্যার‌্যারটরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শফিক আহমদ আকবর।
জানাজার পূর্বে মরহুম মিজানুর রহমান মিটুলের বড়ভাই দৈনিক সৈকত সম্পাদক মাহবুবর রহমান ও মেঝভাই মাহফুজুর রহমান টুটুল বক্তৃতা করেন। জানাজায় সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী, সরকারি-বেসরকারি কর্মকর্তা কমর্চারী পেশাজীবীসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন। জানাজা শেষে মরহুম মিজানুর রহমান মিটুল’কে কক্সবাজার শহরের গোলদীঘির দক্ষিণ পাড়স্থ কেন্দ্রীয় কবরস্থানে মাতা-পিতার কবরের পাশেই চিরনিন্দ্রায় শায়িত করা হয়।
প্রসঙ্গত, গত সোমবার ১৯ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান মিতুল মারা যান (ইন্নালিল্লাহি-রাজেউন)। মিজানুর রহমান মিটুল শহরের পূর্ববজারঘাটা রহমান ম্যানশনের সত্বাধিকারী মরহুম হাবিবুর রহমান কোম্পানি ও মরহুমা ফাতেমা বেগমের কনিষ্ঠ সন্তান ছিলেন। মিজানুর রহমান মিতুল মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, ২ ভাই ও ২ বোন রেখে যান। মরহুমের বড়ভাই দৈনিক সৈকত সম্পাদক মাহবুবর রহমান জানান, মিজানুর রহমান মিটুলের পায়ে ফোড়া জাতিয় রোগ হলে বাল্কি শরীরের কারণে সেখানে মারাত্মক ইনফেকশন হয়। গত ১৬ আগস্ট তাকে শহরের ফুয়াদ আল খতিব হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মিজানুর রহমান মিটুলের অবস্থার আরো অবনতি হয়। সোমবার ১৯ আগস্ট সকাল ১১ টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসা শুরু হওয়ার পর পরই সে মৃত্যুবরণ করে।

পাঠকের মতামত: