প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ে মতবিনিময় সভা জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর 10 টি বিশেষ উদ্যোগের সফল বাস্তাবায়ন ও এর সুফর জনগণের নিকট তুলে ধরতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জৃন ডা: পুচনু, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা। 2021 সালের মধ্যে ক্ষুদা ও দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রীর 10 টি বিশেষ উদ্যোগ একটি বাড়ী একটি খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুত, শিক্ষা সহায়তা, সামাজিক নিরাপত্তা, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা ইত্যাদি বিষয়ের সফল বাস্তবায়ন ও এর সুফল যাতে জনগণ পায় তার যথাযথ উদ্যোগ গ্রহনে সংশ্লিস্ট সকলকে সচেষ্ট হওয়ার আহবান জানানো হয়। এছাড়াও সভায় 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে এগিয়ে যাওয়ার জন্য এ সমম্ত উদ্যোগসমূহের সফল বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়।
পাঠকের মতামত: