নিজস্ব প্রতিবেদক :: করোনা ভাইরাসের প্রভাবে অচল হয়ে গেছে জীবিকার চাকা। না খেয়ে দিন পার করছে অসহায়-দরিদ্র মানুষগুলো। অসহায় দরিদ্র মানুষের এমন দুর্দিনে বসে নেই কক্সবাজার জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল রহমান নয়ন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুল আলম। নিজেদের অর্থায়নে সাধ্যমত কয়েকশ দরিদ্র পরিবারের মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন তারা।
কক্সবাজার শহরে কক্সবাজার জেলা ছাত্রদলের উদ্যাগে করোনা মহামারিতে সৃষ্ট পরিস্থিতিতে কক্সবাজার শহরের পিটিস্কুল, কালুর দোকান, বাজারঘাটা, লালদীঘির পাড়, হলিডে মোড়, সমিতি পাড়া, কলাতলি, জেল গেইট, বাস টার্মিনাল এবং আলির জাহাঁল এলাকায় গরীব, শ্রমিক, দিন মজুর, রিক্সা চালক, ভ্যান চালক এবং খেটে খাওয়া মানুষের মাঝে (চাল,ডাল,সয়াবিন তেল, পেয়াঁজ,আলু,টমেটো) খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণে আরও অংশগ্রহণ করে কক্সবাজার শহর ছাত্রদলের সভাপতি এনামুল হক সাধারণ সম্পাদক আল আমিন জেলা ছাত্রদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক সাইফ রিয়াজ, সহ-সাংগঠনিক যথাক্রমে হুমায়ুন কবির হিমু, জয়নাল আবেদীন, হেলাল উদ্দিন, রামু উপজেলা ছাত্রদলের সহ সভাপতি মুহাম্মদ হাসান, সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক নাজমুল হুদা শাহেদ, শহর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল রিফাত, সিটি কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান সাগর, শহর ছাত্রদল নেতা ওসমান গণি, কাদের, ওমান, ফিরোজ খান, কাদের, খোকন, কফিল উদ্দিন রিফাত, বোরহান উদ্দিন, ইউনুছ, ফাহিম, রাসেল, ইমরান, আতিক, সেতু, পারভেজ, জুবায়ের, সাকাওয়াত, জিসান, মুবিন, আরমান-১, মাহনুর, আল আমিন, আরমান-২, ফারুক, আরিফ, কাজল, মাহমুদ উল্লাহ, হৃদয়, মো: সাফু, সাজ্জাদ হোসেন, রিফাত-২, হাসান, বাদশা, আজিজ, রাশেদ, আমিন, নেজাম, সোহেল, মহি উদ্দিন, ফয়সাল, বাবুল, ফিরোজ খান প্রমুখ নেতৃবৃন্দ।
খাবার সামগ্রী বিতরণের সময় লোকজনকে পরিস্থিতি মোকাবেলায় ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়। এমন মহৎ প্রচেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করবে বলে জানান নেতৃবৃন্দরা।
পাঠকের মতামত: