ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

কক্সবাজার জেলার ৪ আসনেই জামায়াতের প্রার্থী চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক ::  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার ৪টি সংসদীয় আসনেই প্রার্থীতা চূড়ান্ত করে রেখেছে ! বর্তমানে বিএনপির সাথে জামায়াতের রাজনৈতিক জোট রয়েছে যার বয়স প্রায় ১৮ বছর ! তাই জোটগতভাবে নির্বাচন করার সম্ভাবনাই বেশী ! নির্বাচনে জোট থাকুক বা না থাকুক জামায়াত কৌশলগত কারনে ইতিমধ্যে তাদের প্রার্থীদের নির্বাচনী মাঠে নামিয়ে দিয়েছে । তবে জোটের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর মোস্তাফিজুর রহমান।
সূত্র মতে, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে জামায়াতের হয়ে প্রতিদ্বন্ধিতা করবেন চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক। কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে জামায়াত প্রার্থী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী সাবেক এমপি হামিদুর রহমান আজাদ । তিনি ২০০৮ সালে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।কক্সবাজার-৩ (সদর-রামু ) আসনে জামায়াত প্রার্থী কক্সবাজার সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান জিএম রহিম উল্যাহ। তিনি জেলা জামায়াতে বর্তমান সেক্রেটারি।কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জামায়াত প্রার্থী সাবেক জেলা জামায়াতের নায়েবে আমীর ও উখিয়া উপজেলা চেয়ারম্যান এডভোকেট শাহজালাল চৌধুরী।
এ বিষয়ে কক্সবাজার জেলা জামায়াতের আমীর মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের রাজনৈতিক জোট রয়েছে তাই জোটগতভাবে নির্বাচন করবো। কক্সবাজার-২ আসনে হামিদুর রহমান আজাদ সাংসদ নির্বাচিত হয়েছিলেন। জোটের কাছে এই আসন আমাদের চাহিদা ও প্রত্যাশা। এবং জোটবদ্ধ নির্বাচনে এই আসন আমরাই পাবো।
আমাদের কৌশলগত কারনে জেলার ৪ আসনে প্রার্থী চুড়ান্ত করে রেখেছি।

পাঠকের মতামত: