ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার ছাত্রলীগের যেকোন প্রোগামে এমপি বদি অবাঞ্ছিত!

bodi_1অনলাইন ডেস্ক  :::

এবার কক্সবাজারের আওয়ামীলীগ দলীয় উখিয়া-টেনাফের এমপি আবদুর রহমান বদিকে অবাঞ্চিত ঘোষণা করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ ।

 -গতকাল রাতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল রাশেদ তার ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন। স্ট্যাটাসটি নিম্নরুপ- 

কক্সবাজার জেলায় সংসদীয় আসন ৪ টি। তারমধ্যে ৩ টি আওয়ামীলীগ, ১ টি জাতীয়পার্টি। বর্তমান জেলা ছাত্রলীগের কমিটির ১৪ মাস মেয়াদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগামে আমাদের এমপি মহোদয়দের আমন্ত্রণ জানানো হয়েছে কোন ধরনের চাহিদা ছাড়া কিন্তু কোন এক অজানা কারনে উখিয়া-টেকনাফের এমপি আব্দুর রহমান বদি সাহেবকে আমরা প্রোগামে পাওয়া তো দূরের কথা চোখে দেখার সেই সুযোগ ও জেলা ছাত্রলীগের হয়না। তাই জেলা ছাত্রলীগ সিদ্ধান্ত নিয়েছে আগামীতে ছাত্রলীগের কোন প্রোগামে মাননীয় সাংসদ আব্দুর রহমান বদি সাহেবকে আমন্ত্রণ না জানানোর কারণ আপনি হলেন হাইব্রিড আওয়ামীলীগ। ছাত্রলীগ কি? ছাত্রলীগের প্রোগামে আসলে আপনার লাভ কি আপনার বুঝার ক্ষমতা নাই। আপনি ছাত্রলীগের যেকোন প্রোগামে আজকে থেকে অবাঞ্ছিত।

পাঠকের মতামত: