চকরিয়া অফিস:
কক্সবাজার উত্তর বন বিভাগ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে ১০ কোটি টাকা মূল্যের প্রায় ৫ একর বনভূমি উদ্ধার করা হয়। গত বুধবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ফুলছড়ি ও ঈদগাঁও রেঞ্জ এলাকায় এ অভিযান চলে। এ উচ্ছেদ অভিযানে অবৈধভাবে স্থাপিত ১২টি দোকান ও ৪টি বসতঘর উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারি বন সংরক্ষক (সদর) বেলায়েত হোসেন ও সহকারি কমিশনার (ভুমি) পঙ্কজ বড়–য়া, কক্সবাজার উত্তর বন বিভাগের শহর রেঞ্জ কর্মকর্তা মো. মেহেদী হাসান, মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী, ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম, জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা মমতাজ আলী, ঈদগড় রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক, ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দেবাশীষসহ সঙ্গিয় ফোর্স। শহর রেঞ্জ কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, বেশকিছু দিন ধরে একটি সিন্ডেকেট ফুলছড়ি ও ঈদগাঁও রেঞ্জের প্রায় ৫ একর বনভুমি জবরদখল করে টিনের ঘেরাবেড়া দিয়ে অবৈধভাবে বিভিন্ন ধরনের স্থাপনা নির্মান করে আসছিল। তিনি আরো বলেন, সরকারি বনভুমি অবৈধভাবে দখলের অভিযোগে উক্ত সিন্ডিকেটের প্রায় ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুুতি চলছে। ##
পাঠকের মতামত: