ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আটক দুই দালালের ১০ দিন করে কারাদণ্ড

 নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :: দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঝটিকা অভিযানে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে দুই দালালকে আটক করা হয়। পরে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়।

আজ সোমবার দুপুরে এই অভিযান চালানো হয়। অভিযানে আটক দুই দালালকে সাজা প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা শাহজাদী মাহাবুবা ।

১০ দিন করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়ার ১১ নং ওয়ার্ডের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুস সবুর (৩২) ও পেকুয়া শীলখালীর সব্বির আহমদের ছেলে মনির উদ্দিন (৬০)।

অভিযানে নেতৃত্ব দেওয়া দুর্নীতি দমন কমিশন (দুদক) কক্সবাজার জেলা সমন্বিত অফিসের উপ-পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন বলেন, কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবাপ্রার্থীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। তিনি বলেন- এ সময় দুই দালালকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের সংশ্লিষ্ট ধারায় দুই দালালকে কারাদণ্ড দেন।

পাঠকের মতামত: