ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে ৫৭ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা

অনলাইন ডেস্ক ::

রাস্তায় যানবাহন চলাচলের প্রতিবদ্ধকতা সৃষ্টি ও যানবাহনে আগুন দেয়ার দায়ে কক্সবাজার সদর উপজেলা ভাইসচেয়ারম্যান শহীদুল আলম বাহাদুর, জেলা ছাত্রদলের সভাপতি রাসেদুল হক রাসেল ও জামায়াত-বিএনপির নেতাসহ ৫৭ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১৫ জন নাম উল্লেখ করে ৪০/৪২ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। কক্সবাজার সদর থানার এসআই (নিঃ) রাশেদুল কবির বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। থানা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তথ্য মতে, আসামীরা ১৭ জুলাই ভোর ৫টা ৫৫ মিনিটে সময় শহরের খুরুশকুল ব্রীজের দক্ষিন পার্শ্বে তিন রাস্তার মোড় পাকা রাস্তার থেকে অনুমানিক তিন কিলোমিটার পূর্ব পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচলের প্রতিবদ্ধকতা সৃষ্টি ও যানবাহনে আগুন দেয়।

আসামী হলেন- শহিদুল আলম প্রঃ ভিপি বাহাদুর (৫২), পিতা- মৃত খলিল সওদাগর স্থায়ী : (দক্ষিন হাজী পাড়া, ঝিলংজা ইউপি), কক্সবাজার সদর; আমিনুল ইসলাম হাসান (৩৩), পিতা- ফজল কোম্পানী, মাতা- স্থায়ী : (কৃষি অফিস রোড, কক্সবাজার পৌরসভা), কক্সবাজার সদর; জাহেদুল গনি (২৪), পিতা- শামশুল হুদা সম্ভাব্য ঠিকানা : (সাং- দক্ষিন ডিককুল,ঝিলংজা , কক্সবাজার সদর; ফাহিম (৩৫), পিতা- জব্বার মুন্সি স্থায়ী : (দক্ষিন টেকপাড়া, কক্সবাজার পৌরসভা), কক্সবাজার সদর; রাশেদ (৩৫), পিতা- মৃত ছিদ্দিক আহাম্মদ প্রঃ আবু ছিদ্দিক স্থায়ী : (দক্ষিন রুমালিয়ারছড়া, কক্সবাজার পৌরসভা), কক্সবাজার সদর; এনামুল হক প্রঃ এনাম (৩২), পিতা- হাজী সুলতান আহাম্মদ স্থায়ী : (উত্তর রুমালিয়ারছড়া, কক্সবাজার পৌরসভা), কক্সবাজার সদর; হাসনাত প্রঃ আবদুল হাসনাত (২৭), পিতা- মাওলানা নুরুল ইসলাম স্থায়ী : (সমিতি পাড়া, দক্ষিন রুমালিয়ারছড়া, কক্সবাজার পৌরসভা), কক্সবাজার সদর; আবদুর রশিদ (৩২), পিতা- অজ্ঞাত স্থায়ী : (দকিষন রুমালিয়ারছড়া, ৭নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা), কক্সবাজার সদর; আইয়ুব (৩০), পিতা- মৃত সিদ্দিক প্রঃ চাউল বেপারী সিদ্দিকস্থায়ী : (দক্ষিন রুমালিয়ারছড়া, এবিসি স্কুলের পিছনে, কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর; নুরুল ইসলাম (২৫), পিতা- নুর হোসেন ফকির স্থায়ী : (দক্ষিন রুমালিয়ারছড়া, বাচাঁ মিয়ার ঘোনা, আবুল হোসেন মুন্সীর বাসার সামনে, কক্সবাজার পৌরসভা), কক্সবাজার সদর, মোজাহের (২৮), পিতা- অজ্ঞাত স্থায়ী : গ্রাম- গোদার পাড়া, (কক্সাবাজার পৌরসভা), উপজেলা/থানা- কক্সবাজার সদর; সেলিম (৩২), পিতা- অজ্ঞাত স্থায়ী : (দক্ষিন রুমালিয়ারছড়া, আশুর ঘোনা, কক্সবাজার পৌরসভা), কক্সবাজার সদর; মেরাজ (২৫), পিতা- নুর আহমদ সওদাগর স্থায়ী : (পিটি স্কুল হয়দারের ভাই, কক্সবাজার পৌরসভা), কক্সবাজার সদর; ইসমাইল (৩২), পিতা- মৃত মোনাফ কাজি স্থায়ী : (পিটি স্কুল , রবি ভবনের ২য় তলা, কক্সবাজার পৌরসভা), কক্সবাজার সদর; রাশেদুল হক রাসেল, পিতা- ইউসুফ স্থায়ী : (উত্তর তারাবনিয়ারছড়া, ৫নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর, কক্সবাজার। এছাড়া অজ্ঞাতনামা রয়েছে ৪০/৪২ জন।

সুত্র : কক্সবাজার সদর মডেল থানা প্রেস বিজ্ঞপ্তি

পাঠকের মতামত: