ইমাম খাইর, কক্সবাজার :: ২০১৯ সালে কক্সবাজারে ৪৬ টি মামলা হয়েছে। সেখানে মানবপাচার, পতিতাবৃত্তিসহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের ৩০ টির মতো আবাসিক হোটেল বা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। অপরাধ কর্মের বিরুদ্ধে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
‘মানবপাচার প্রতিরোধে করণীয়’ শীর্ষক বেতার সংলাপে এই তথ্য জানালেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
বাংলাদেশ বেতারের আয়োজনে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে জেলা ইপিআই সেন্টার কনফারেন্স হলে সংলাপ অনুষ্ঠিত হয়।
সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাতের সঞ্চালনায় বেতার সংলাপে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন প্রধান অতিথি ছিলেন।
আলোচনায় তিনি বলেন, মানব পাচারের বিষয়ে আমরা কঠোর। মাদক, মানব পাচারে জড়িতদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে।
তবে, ২০১২ সাল থেকে এ পর্যন্ত একটি মানব পাচার মামলাও আদালতে নিষ্পত্তি হয় নি। তিনি বলেন, মানব পাচার প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে।
পুলিশ সুপার বলেন, রোহিঙ্গারা আমাদের মতো করে কথা বলে। পোষাক পরিচ্ছদও অনেকটা আমাদের ন্যায়। অনেক সময় তাদের চিহ্নিত করা কঠিন হয়ে যায়। তাই চেকপোস্টে ফাঁকি দিয়ে পার পেয়ে যায়। তিনি বলেন, মিথ্যা প্রলোভনে ফেলে এক শ্রেণীর দালাল সরল-সহজ মানুষকে পাচার করে নিয়ে যাচ্ছে বিভিন্ন দেশে। দালালদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করুন। দালালদের মাধ্যমে বিদেশে না যেতে ব্যাপক জনমত গড়ে তোলার আহ্বান জানান পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
বেতার সংলাপে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ফজলুল করিম চৌধুরী, সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান, ইউনিসেফের প্রটেকশন স্পেশালিস্ট শায়লা পারভীন লোনা, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট প্রতিভা দাশ।
মানব পাচার বিষয়ে প্যানেল আলোচকদের কাছ থেকে জানতে প্রশ্ন করেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক।
সবাই মানব পাচারের সঠিক কারণ চিহ্নিত করে তা রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবী তুলেন।
বেতার সংলাপে বাংলাদেশ বেতার কক্সবাজারের অাঞ্চলিক পরিচালক ফখরুল করিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ইউনিসেফের চাইল্ড হেল্প ডেস্ক নাম্বার ১০৯৮ তে যোগাযোগ করে পাচার সংক্রান্ত তথ্য জানানো যাবে।
প্রকাশ:
২০২০-০৩-১২ ১৬:২৯:২২
আপডেট:২০২০-০৩-১২ ১৬:২৯:২২
- মেরিন ড্রাইভ সড়কে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত
- চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদি সহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা
- চকরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, বিক্রেতা গ্রেফতার
- দুর্নীতির আখড়ায় কক্সবাজার সিটি কলেজ
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- বদরখালী সমিতির ১১টি মৎস্য প্রকল্পের নিলাম নিয়ে বিরোধ
- রামুতে আপন ভাতিজিকে অপহরণ করে মুক্তিপণ দাবি
- রামুতে ল্যাপটপ পেলেন ৮০ নারী ফ্রিল্যান্সার
- চকরিয়ায় আওয়ামিললীগ ক্যাডার নজরুল সিণ্ডিকেটের দখলে ৩০ একর বনভুমি:
- চকরিয়ায় শিক্ষা ক্যাডার মনিরুল আলমকে ঘুষের বদলেগণপিটুনি
- চকরিয়ার বিষফোঁড়া সিএনজি-টমটম স্টেশন
- চকরিয়া সদরের বক্স রোড সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- বহিরাগতদের নিয়ে কলেজে গেলেন পদত্যাগ করা বিতর্কিত অধ্যক্ষ মুজিবুল আলম
- চকরয়ার ঠিকাদার মিজান গ্রেফতার, কোটি টাকার ঋণের জেল-জরিমানার দায়ে
- কক্সবাজার আবাসিক হোটেলে ৭০ ইউপি সদস্যের ‘গোপন বৈঠক’, আটক ১৯
- চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি ডাম্পার ও স্কেভেটর জব্দ
- চকরিয়ার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় : কোটি টাকা লোপাটের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
- রামুতে ট্রেনে কাটা পড়ে মোটর সাইকেল আরোহী দুই যুবকের মর্মান্তিক মৃত্যু
- ঈদগাঁও’র নবাগত ইউএনও বিমল চাকমা
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
পাঠকের মতামত: