প্রেস বিজ্ঞপ্তি ::
পর্যটন নগরী কক্সবাজারে শুরু হয়েছে তৃণমূল নারী উদ্যোক্তা মেলা। ১০ জুলাই কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সংলগ্ন টেনিস মাঠে আয়োজিত মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক।
এসময় তিনি বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বে রুল মডেল। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির উদ্যোগে আয়োজিত ১০ দিনের এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সোসাইটির সহ সভাপতি শাহনাজ বেগম, কোষাধক্ষ্য খাদিজা নাসরিন সোমা সহ নারী উদ্যোক্তরা উপস্থিত ছিলেন। মেলায় দেশের বিভিন্ন প্রান্তের নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের ২৫টি স্টল স্থান পেয়েছে।
আগামী ১৬ জুলাই মেলা প্রাঙ্গণে বিকেল তিনটায় কক্সবাজারের প্রকৃতি নিয়ে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
পাঠকের মতামত: