শাহীন মাহমুদ রাসেল :: ফসলের জমিতে দেশীয় ফসল চাষের রীতি আগের চেয়ে কমে এসেছে। সবাই অধিক মাত্রায় ফসলের জন্য হাইব্রিড চাষে উদ্বুদ্ধ হচ্ছে। কিন্তু হাইব্রিডে ফসল চাষের বিষয়টি আলাদা। হাইব্রিড চাষে দেখা যায় একবার- দুবার ফসলের ভালো ফলন হয়। বাকি সময় ফসল ফলাতে সার দিতে হয় প্রচুর পরিমানে। কারন হাইব্রিড চাষে জমির উর্বরতা কমে যায়।
ফসলি জমিতে ক্ষতিকর রাসায়নিক সার দেয়ার কিছুদিন পরে ফসলের ক্ষেতে পোকার আক্রমন দেখা দেয়। সে জন্য ব্যবহার করতে হয় কীটনাশক। অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারের ফলে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে প্রতিনিয়ত। ফসলের মাঠে মাঝে মধ্যেই যে বিপর্যয় দেখা দেয়, তাতে যে লোকসান হয়, সে লোকসান কাটিয়ে উঠতে কৃষক অধিক ফলনের আশায় ঝুঁকে পড়ে রাসায়নিক সারের দিকে। বৃষ্টি-ঝড়-প্লাবনে এসব সার ও কীটনাশক খালে বিলে নালায় ছড়িয়ে পড়ে। সার ও কীটনাশক মিশ্রিত পানি খেয়ে মারা যায় আমাদের আশ-পাশের পশু-পাখি-জীব-জন্তু ,কীটপতঙ্গ।
বিশেষজ্ঞদের অভিমত, প্রাকৃতিক জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। এবং ফসলি জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমাতে হবে। তা না হলে ভবিষ্যতে কৃষিখাতে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। কক্সবাজার জেলায় বর্তমানে এই সংকট প্রকট আকার ধারণ করেছে। কারন দেশের অন্য যে কোনো বিভাগের তুলনায় দক্ষিনাঞ্চলের পানি অধিক লবণাক্ত। তারপর সিডর আইলার মত প্রাকৃতিক দুর্যোগের ক্ষত এখনও রয়ে গেছে।
নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে এ অঞ্চলের মানুষ ক্ষতি পুষিয়ে উঠতে জমিতে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ফসল ফলাতে প্রানান্তকর চেষ্টা করে চলেছে। চলতি মৌসুমে এ অঞ্চলের কৃষকরা গত বছরের তুলনায়ও বেশি রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছে। ফলে কৃষিখাতে এ অঞ্চলে আপাতদৃষ্টিতে কৃষি বিপ্লব ঘটলেও ভবিষ্যতে চরম কৃষি বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে।
কক্সবাজার জেলা চট্টগ্রাম দক্ষিনাঞ্চলের সবজির চাহিদার অধিকাংশ পূরণ করে। এ অঞ্চলে সবজির চাষ বেশি হয়। এই সবজি দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় এমন কি বিদেশেও রফতানি হয়ে থাকে। এ অঞ্চলের কৃষকরা অধিক উৎপাদনের আশায় ফসলি জমিতে সার ও কীটনাশক ব্যবহারের পাশাপাশি হাইব্রিড জাতের বীজ ব্যবহার করে। হাইব্রিড জাতের বীজ থেকে ভালো ফসল পেতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার অপরিহার্য হয়ে পড়ে। অধিক উৎপাদনক্ষম এই সকল শস্য শিশুর মতো। প্রকৃতির রুক্ষতা তারা সইতে পারে না। যে কারণে রাসায়নিক সার প্রয়োগ করে, কীটনাশক ব্যবহার করে ফসল উৎপাদনে সহায়তা করা হয়। ফলে বাড়তে থাকে সার ও কীটনাশকের ব্যবহার।
কক্সবাজারের কৃষিবিদ গোলাম সরওয়ার তুষার বলেন, জমিতে অব্যাহতভাবে সার কীটনাশক ব্যবহারের ফলে আগের মতো পাখিরা আর কিচিরমিচির করে না। শস্যদানা খাওয়ার লোভে পাখিরা কীটনাশক মিশ্রিত শস্য দানা খেয়ে বিষক্রিয়ার মারা যাচ্ছে। এভাবে আমাদেরে চেনাজানা অনেক প্রজাতির পাখি এখন আর চোখে পড়ে না। বিলুপ্তি ঘটেছে অনেক জীবের। শুধুমাত্র ফসলের ক্ষেতে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের কারণে।
প্রাকৃতিক লাঙ্গল বলে খ্যাত কেচো এখন আর দেখা যায় না। এক সময়ে বিল খালে জলাশয়ে শামুকের অবাধ বিচরণ ছিল। শামুক প্রায় হারিয়ে গেছে। মিষ্টি পানির ছোট প্রজাতির অনেক মাছই এখন দেখা যায় না। পশু,পাখি ,প্রানী, মাছের অনেক প্রজাতি এখন আর চোখে পড়ে না। এগুলোর প্রভাব পড়ছে প্রকৃতির উপর। যে জন্য দুর্যোগ দেখা দেয় বার বার তবুও সার কীটনাশকের ব্যবহার কমছে না।
কৃষি বিশেষজ্ঞ তুষার আরও বলেন, মাঠ পর্যায়ের অভিজ্ঞতার আলোকে কীটপতঙ্গ ধ্বংসের জন্য আমরা ফসলের ক্ষেত্রে কীটনাশক ব্যবহার করি। কিন্তু সব কীটপতঙ্গ ক্ষতিকর নয়। কীটনাশক প্রয়োগের ফলে বিভিন্ন প্রকারের কীটপতঙ্গ ধংস হচ্ছে।
হাইব্রিড ফসলের উৎপত্তি ফসলের উৎপাদন বাড়াতে। কিন্ত তাতে জীব বৈচিত্র্য হারোতে বসেছে। রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহার করেও উৎপাদন বাড়ানো সম্ভব। যেটা প্রকৃতির জন্য ,জীবনের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য একান্ত জরুরি।
- চকরিয়ায় প্যারাবন নিধনের মামলায় আসামি নিরীহ মানুষ
- পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
- চকরিয়ায় সেনাবাহিনীর হাতে নারীসহ তিনজন গ্রেফতার
- মেরিন ড্রাইভ সড়কে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত
- চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদি সহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা
- চকরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, বিক্রেতা গ্রেফতার
- দুর্নীতির আখড়ায় কক্সবাজার সিটি কলেজ
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- বদরখালী সমিতির ১১টি মৎস্য প্রকল্পের নিলাম নিয়ে বিরোধ
- রামুতে আপন ভাতিজিকে অপহরণ করে মুক্তিপণ দাবি
- রামুতে ল্যাপটপ পেলেন ৮০ নারী ফ্রিল্যান্সার
- চকরিয়া সদরের বক্স রোড সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- বহিরাগতদের নিয়ে কলেজে গেলেন পদত্যাগ করা বিতর্কিত অধ্যক্ষ মুজিবুল আলম
- চকরয়ার ঠিকাদার মিজান গ্রেফতার, কোটি টাকার ঋণের জেল-জরিমানার দায়ে
- কক্সবাজার আবাসিক হোটেলে ৭০ ইউপি সদস্যের ‘গোপন বৈঠক’, আটক ১৯
- চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি ডাম্পার ও স্কেভেটর জব্দ
- চকরিয়ার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় : কোটি টাকা লোপাটের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
- পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
পাঠকের মতামত: