ঢাকা,বুধবার, ২০ নভেম্বর ২০২৪

কক্সবাজারে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

ইমাম খাইর, কক্সবাজার ::
কক্সবাজার জেলার সকল তফসিলী ব্যাংকের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল স্কুল ব্যাংকিং কনফারেন্স।

শনিবার (৪ মার্চ) দুপুরে শহরের অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-মাদরাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।

“এসো সঞ্চয় করি, সোনার বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যে স্কুল ব্যাংকিং কনফারেন্স উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা কলাতলী হোটেল মোটেল জোনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে মিলিত হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর এবিএম জহুরুল হুদা।

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের
অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসাইনের সভাপতিত্বে কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা, শাহজালাল ইসলামী ব্যাংকের এসইভিপি ও চট্টগ্রাম জোনাল হেড রাশেদ সরওয়ার, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ ইকবাল মহসিন, যুগ্ম পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও জেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দীন।

স্বাগত বক্তব্য রাখেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের এসইভিপি ও সিআরও সোহাম্মদ আশফাকুল হক।

উপস্থিত শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেছে কক্সবাজার মডেল হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী সিদরাতুল মুনতাহা সোহা।

বর্ণাঢ্য আয়োজনে ৪১টি ব্যাংক অংশ গ্রহণ করে। লীড ব্যাংকের দায়িত্বে ছিল শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

অংশগ্রহণকারী ব্যাংক প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপক মোশাররফ হোসেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড কক্সবাজার শাখা ব্যবস্থাপক ও এভিপি মাসুদুর রহমান। তিনি অতিথি ও শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন।

যৌথভাবে অনুষ্ঠান উপস্থাপনা করেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের
জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শামসুদ্দোহা শিমু ও রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের নাদিরা হক স্নেহা।

লীড ব্যাংক পদ্ধতির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক শিক্ষা ও সেবা কর্মসূচির আওতায় অনুষ্ঠানে স্কুল ব্যাংকিং সংশ্লিষ্ট ভিডিও চিত্র প্রদর্শিত হয়। শেষে কুইজ প্রতিযোগিতা, শিশুতোষ গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা বেশ আকর্ষণ করে।

কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে বিজয়ী ৬ জনকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগও বিতরণ করা হয়।

পাঠকের মতামত: