ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

কক্সবাজারে সোলার প্যানেল, ফায়ার স্টেশন উদ্বোধন এবং দুটো উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা প্রধানমন্ত্রীর

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার ॥

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ৩২১টি উন্নয়ন প্রকল্প এবং ভিত্তি প্রস্তর স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন ১ নভেম্বর বৃহস্পতিবার। এর অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফ সোলার প্যানেল ২০ মে: ওয়াট বিদ্যুত কেন্দ্র, রামুতে নবনির্মিত ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্স ভবনের উদ্বোধন এবং সদর ও টেকনাফ উপজেলা শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করেন।

বৃহস্পতিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে প্রকল্পগুলোর উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক আনন্দ র‌্যালী বের করা হয়। অতিরিক্তি জেলা প্রশাসক মোহাম্মদ মাহিদুর রহমানের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পাঠকের মতামত: