ঢাকা,বুধবার, ২০ নভেম্বর ২০২৪

কক্সবাজারে সাত উপজেলায় ভোটগ্রহণ ২৪ মার্চ

শাহেদ মিজান, কক্সবাজার ::  পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের আগামী ২৪ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন দেশের ১২৭টি উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১২৭ উপজেলা মধ্যে রয়েছে কক্সবাজারের সাত উপজেলা। কক্সবাজারের চকরিয়া উপজেলা ব্যতিত  উপজেলাগুলো মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, কক্সবাজার সদর, রামু, কুতুবদিয়া ও টেকনাফ। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তথ্য মতে, তৃতীয় ধাপে ১২৭ উপজেলারে মধ্যে কক্সবাজারের সাত উপজেলা- কুতুবদিয়া, পেকুয়া, কক্সবাজার সদর, রামু, কুতুবদিয়া ও টেকনাফের ভোটগ্রহণ করা হবে। এ নির্বাচনে মনোয়নপত্র দাখিলের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি, বাছাই ২৮ ফেব্রুয়ারি, প্রত্যাহার ৭ মার্চ এবং ভোটগ্রহণ করা হবে ২৪ মার্চ।

উল্লেখ্য, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮৭ উপজেলায় ১০ মার্চ ও দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ১৮ মার্চ ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

পাঠকের মতামত: