ঢাকা,শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

কক্সবাজারে সাংবাদিক ইউনিয়নের নির্বাচন আনুষ্ঠানিক স্থগিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারে সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসি’র দ্বি-বার্ষিক নির্বাচন আনুষ্ঠানিক ভাবে স্থগিত ঘোষণা করেছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক মুহম্মদ নুরুল ইসলাম। তিনি উচ্চ আদালতের নির্দেশনার আলোকে শুক্রবার (০৪ এপ্রিল) বিকালে কক্সবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। আগামি রোববার (০৬ এপ্রিল) এই নির্বাচনের ভোটগ্রহণের ঘোষিত সময় ছিল। ভোটের মাত্র দুইদিন আগে এই ঘোষণা দিলেন নির্বাচনী প্রধান।

একই সাথে নির্বাচন কমিটির চেয়ারম্যান মুহম্মদ নূরুল ইসলাম নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমানকে ‘নিরপেক্ষতার শপথ ভঙ্গে’র দায়ে কমিটি থেকে অব্যাহতি দিয়েছেন। তিনি দাবি করেন, মাহবুবর রহমান সংক্ষুব্দ পক্ষ না হয়েও জেলা জজ আদালতে মিচ আপীল মামলা করে নিজের নিরপেক্ষতা হারিয়েছেন।

সংবাদ সম্মেলনে মুহম্মদ নূরুল ইসলাম জানান, নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা আদালতের সিদ্ধান্তে একমত হতে না পারায় তিনি কমিটির প্রধান হিসেবে একক ভাবে নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, আমি আদালত অবমাননার দায় নিতে রাজি নই।

বিকেল সাড়ে ৪টার দিকে সংবাদ সম্মেলন শুরুর আগে তিনি কক্সবাজার প্রেসক্লাবের নোটিশ বোর্ডে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসি’র দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিতের নোটিশ টানিয়ে দেন।

ওই নোটিশে নির্বাচন কমিটির প্রধান লিখেন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের নির্বাহী পরিষদের নির্বাচন ২০২৫-২০২৬ এর বিষয়ে কক্সবাজার সদরের সিনিয়র সহকারী জজ আদালতে দায়েরকৃত অপর ৩১৬/২০২৪ নম্বর দেওয়ানী মোকদ্দমায় বিজ্ঞ বিচারক অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের প্রেক্ষিতে পূর্ব ঘোষিত তফসীল অনুযায়ী ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছিলে। পরবর্তীতে নির্বাচনী কমিটির ৩নং বিবাদী মাহবুবর রহমান কক্সবাজার সদরের সিনিয়র সহকারী জজ আদালতে দায়েরকৃত অপর ৩১৬/২০২৪ নম্বর দেওয়ানী মোকদ্দমায় বিজ্ঞ বিচারকের অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতে মিচ আপীল-৮৩/২০২৪ দায়ের করেন। সাংবাদিক ইউনিয়নের সদস মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী মিচ আপীল-৮৩/২০২৪-এ পক্ষভুক্ত হয়ে মামলাটি শ্রম আদালতের বিচার্য এবং দেওয়ানী আদালতে বিচার্য ও রক্ষণীয় নয় মর্মে মিচ আপীল মামলার আর্জি প্রত্যাখ্যানের আবেদন করেন। বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত আবেদনের শুনানি শেষে আবেদন মঞ্জুর করে কক্সবাজার সদরের সিনিয়র সহকারী জজ আদালতে দায়েরকৃত অপর ৩১৬/২০২৪ নম্বর মামলার আর্জি প্রত্যাখ্যান করেন এবং একই আদালত ২০২৪ সালের ২৮ নভেম্বর ভোট গ্রহণের উপর প্রদত্ত সাময়িক নিষেধাজ্ঞার আদেশ অকার্যকর ঘোষণা করেন।

নোটিশ মতে, এতে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের নির্বাচন ২০২৫-২০২৬ অনুষ্ঠানে আইনি বাধা অপসারিত হয়। কিন্তু জুরিস কনসোর্টিয়ামের পক্ষে ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসাইন ল’ইয়ার সার্টিফিকেট দিয়ে গত ২৫ মার্চ সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের নির্বাচনী কমিটিকে জানান যে, নাসির উদ্দিন আল নোমান ও অন্যরা কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের আদেশ ও ডিক্রি স্থগিত চেয়ে বিগত ২৫ মার্চ হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর আদালতে রিট পিটিশন করেন। যা মহামান্য হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর অবকাশকালীন বেঞ্চে দিনের কার্য তালিকার ৪০ নম্বর সিরিয়ালে ফার্স্ট আপিল টেন্ডার ১১৮/২০২৫ নম্বরে লিপিবদ্ধ আছে। মহামান্য হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহ নাসির উদ্দিন গং এর আবেদন গ্রহণ করেন এবং শুনানি শেষে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের আদেশ ও ডিক্রির উপর মহামান্য হাইকোর্টের অবকাশকালিন বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছেন।

নোটিশে আরও বলা হয়, জুরিস কনসোর্টিয়ামের পক্ষে ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসাইনের ল’ইয়ার সার্টিফিকেট নিয়ে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের নির্বাচনী কমিটির বিগত ২৬ মার্চ, ২৯ মার্চ ও ৩ এপ্রিল অনুষ্ঠিত সভায় আলোচনা করা হয়। একই ভাবে আজ ৪ এপ্রিল অনুষ্ঠিত সভায়ও আলোচনা করা হয়। সভায় নির্বাচনী কমিটির সদস্য এস এম আমিনুল হক চৌধুরী ও মাহবুবর রহমান জুরিস কনসোর্টিয়ামের ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসাইনের ল’ইয়ার চিঠি আমলে নিতে অপারগতা প্রকাশ করে নির্বাচনী কার্যক্রম অব্যাহত রাখার পক্ষে মত দেন।

২৯ মার্চ অনুষ্ঠিত সভায় স্থানীয় তিনজন বিজ্ঞ আইনজীবীর মতামত চাওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তক্রমে নির্বাচন কমিটি থেকে তিনজন আইনজীবীর মতামত চাওয়া হয়। এতে ২ এপ্রিল একজন বিজ্ঞ আইনজীবী লিখিত মতামত প্রদান করেন। অবশিষ্ট দুইজন আইনজীবী মতামত দিতে বিব্রতবোধ করেন এবং মতামত দিতে অপারগতা প্রকাশ করেন। এতে করে নির্বাচন কমিটির দুইজন সদস্য (একজন ইতোপূর্বে নির্বাচন কমিটির সদস্য হিসেবে নৈতিক স্খলনজনিত কারণে নির্বাচন কমিটির সদস্য থাকার অধিকার হারিয়েছেন) ক্ষুদ্ধ হন। এমতাবস্থায় নির্বাচনী কমিটির চেয়ারম্যান জুরিস কনসোর্টিয়ামের ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসাইনের ল’ইয়ার চিঠি ও মহামান্য হাইকোর্টের ডিএলআর ৪৪ (এডি) ২১৯ আদেশ, একই সাথে স্থানীয় বিজ্ঞ আইনজীবীর লিখিত মতামতের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক নির্বাচনী কার্যক্রম স্থগিত করার জন্য একক সিদ্ধান্তগ্রহণ করেন।

এমতাবস্থায় মহামান্য হাইকোর্টের পরবর্তী নির্দেশ তথা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০২৫-২০২৬-এর যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো।

নির্বাচন স্থগিতের এই নোটিশ চট্টগ্রাম বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক, বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ও মহাসচিব, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর বর্তমান সভাপতি জিএএম আশেক উল্লাহ ও প্রতিদ্বন্ধী সভাপতি প্রার্থী নুরুল ইসলাম হেলালীকেও অনুলিপি আকারে দেয়া হয়েছে।

পাঠকের মতামত: