মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :::
কক্সবাজার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, ঈদগাঁও ইউনিয়নের একাধিকবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান মরহুম এ.জেড.এম শাহজাহান চৌধুরী লুতু মিয়ার মাতা দিলওয়ারা জাহান চৌধুরানীর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। ২ জুলাই পবিত্র শবে ক্বদরের দিন সন্ধ্যায় দু’দফে জানাযা শেষে তাঁকে ইসলামাবাদ পাঁহাশিয়াখালী সিকদার পাড়া দারোগার ব’র জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমা দিলওয়ারা ঈদগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব সোহেল জাহান চৌধুরীর দাদি। পারিবারিক সূত্রমতে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৯৫ বছর। তিনি দীর্ঘ কয়েক বছর যাবত চট্টগ্রামে অবস্থানরত তাঁর কনিষ্ট পুত্র শাহনেওয়াজ চৌধুরী মিন্টুর বাসায় চিকিৎসাধীন ছিলেন। মহিয়সী এ নারী মরহুম শাহরিয়ার চৌধুরী প্রকাশ শহর মিয়ার সহধর্মীনি ছিলেন। চট্টগ্রামের একটি ক্লিনিকে মৃত্যুবরণ করা (ইন্না….. রাজেউন) এ মহিলার ১ম জানাযা অনুষ্ঠিত হয় ঈদগাঁও বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে। এতে ইমামতি করেন উক্ত মসজিদের খতিব মাওলানা ছৈয়দ নুর হেলালী। জানাযায় পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু, মহেশখালী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, সমাজসেবক আলহাজ্ব জসিম উল্লাহ মিয়াজী, জেলা বিএনপি সদস্য জানে আলমসহ মরহুমার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। এদিকে এ বিদূষী মহিলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঈদগাঁও প্রেসক্লাস ও ঈদগাঁও নিউজ ডটকম কর্তৃপক্ষ। বিবৃতিদাতারা হচ্ছে প্রেসক্লাস সভাপতি ও ঈদগাঁও নিউজ চেয়ারম্যান মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক, নিউজ ডটকম সহ. বার্তা সম্পাদক এইচ.এন আলম, ঈদগাঁও নিউজ ব্যবস্থাপনা সম্পাদক মো. হামিদুল হক, রূপসীগ্রাম প্রতিনিধি ও চীফ অনলাইন অপারেটর এম. ছরওয়ার সিফা, দৈনিক কক্সবাজার’৭১ প্রতিনিধি নাছির উদ্দীন পিন্টু, সাংবাদিক এম. আরমান জাহান প্রমুখ। অপর এক বিবৃতিতে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী।
পাঠকের মতামত: