কক্সবাজার সংবাদদাতা :: কক্সবাজারের বার্মিজ মার্কেট এলাকায় দিদারুল আলম (৫৬) নামে ভেজাল প্রসাধনী কারখানার এক মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ আগস্ট) দিবাগত রাত ১টায় শহরের হাজেরা মার্কেটের চতুর্থ তলার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বার্মিজ মার্কেট এলাকায় একটি নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালানো হয়েছে। এ সময় নকল প্রসাধনী ও সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, অভিযানে লেভেল বিহীন ২১০টি তেলভর্তি বোতল, তিন পলিথিনভর্তি সাদা ক্রীম/লোশন সদৃশ বস্তু (প্রতিটির ওজন ৫ কেজি), প্যাকেজিংয়ের কাজে ব্যবহৃত এক বান্ডিল পলিথিন, ডাভ কোম্পানির স্টিকার যুক্ত ৩৫টি বডি লোশন, ২০৫ টি লেভেল বিহীন বডি লোশন, ভ্যাসলিন কোম্পানির স্টিকার যুক্ত ১০৯টি বডি লোশন, ১৩৩টি তেলের খালি বোতল, ১৫৯ টি বোতলের কর্ক, ২৬৫ টি প্যারাসুট তেলের খালি বোতল ও ৭৩৬টি স্টিকার জব্দ করা হয়।
পাঠকের মতামত: