ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে ধর্ষণ: হোটেল ম্যানেজার ৪ দিনের রিমান্ডে

কক্সবাজার সংবাদদাতা :: কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে এক নারীকে ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার একমাত্র আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডে যাওয়া আসামি রিয়াজ উদ্দিন ছোটন আবাসিক হোটেল জিয়া গেস্ট ইনের ম্যানেজার। ওই হোটেল থেকেই ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করেছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

শনিবার (২৫ ডিসেম্বর) রিয়াজ উদ্দিন ছোটনকে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামিমুন তাসনিমের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিন। তিনি জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ।

পাঠকের মতামত: