ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে দলবেঁধে ধর্ষণ: প্রধান আসামি আশিক মাদারীপুর থেকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক :: কক্সবাজারে দলবেঁধে ধর্ষণ মামলার প্রধান আসামিকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার (২৬ ডিসেম্বর) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ‘দলবেঁধে ধর্ষণের’ অভিযোগে গত বৃহস্পতিবার রাতে এক নারীর স্বামী চারজনের নাম উল্লেখ ও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন।

মামলার চার আসামি হলেন, কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়া এলাকার আশিকুল ইসলাম, মোহাম্মদ শফি ওরফে ইসরাফিল হুদা জয় ওরফে জয়া, মেহেদী হাসান বাবু ও জিয়া গেস্ট ইন হোটেলের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটন।

এদিকে হোটেল ম্যানেজার রিয়াজ গ্রেপ্তারের পর এখন রিমান্ডে আছেন। তবে রোববার (২৬ ডিসেম্বর) সকালে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সুপার জিল্লুর রহমান জানান, আরও ৫ জনকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পাঠকের মতামত: