এম.জিয়াবুল হক, চকরিয়া :: সরকারী কোষাগার থেকে বেতন-ভাতাসহ সুবিধা চালুর দাবিতে সারাদেশে পৌরসভায় কর্মবিরতির অংশ হিসেবে বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সিদ্বান্তের আলোকে গত ১০ মার্চ থেকে ঢাকার রাজপথে অচল আন্দোলন কর্মসুচিতে নেমেছেন কক্সবাজার জেলার তিনটি পৌরসভার নেতৃবৃন্দ। পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন চট্রগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক ও কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু রাশেদ মোহাম্মদ জাহেদ উদ্দিনের নেতৃত্বে বর্তমানে রাজধানী ঢাকার রাজপথে আন্দোলনে রয়েছেন চকরিয়া পৌরসভা, কক্সবাজার পৌরসভা ও মহেশখালী পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের শতাধিক নেতৃবৃন্দ
এছাড়াও কর্মসুচিতে অংশ নিয়েছেন বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন চট্রগ্রাম বিভাগীয় কমিটির উপদেষ্টা চকরিয়া পৌরসভার সচিব মাস-উদ মোর্শেদ, মহেশখালী পৌরসভার সচিব, কক্সবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম, বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক বিল্ডিং পরির্দশক রাজিফ চৌধুরী, চকরিয়া পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহমদ, সাধারণ সম্পাদক আরিফুল মোস্তাফা, সংগঠনের নেতা চকরিয়া পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা সফায়াত হোসেন, উচ্চমান সহকারী ওসমান গনী, অফিস সহকারী আবদুল হামিদ, সহকারী কর আদায়কারী রাকিব হাসান, রাকিব হাসান চৌধুরী, ঠিকাদানকারী সুপার ভাইজার মোহাম্মদ নাজেম উদ্দিন, স্যানিটারী পরির্দশক হায়দার আলী, সহকারী ঠিকাদানকারী আবদুল লতিফ, রফিক আহমদ, এমএলএলএস মৌলানা সাহাব উদ্দিন, আব্বাস উদ্দিন, মহেশখালী পৌরসভার কর আদায়কারী আবু তাহের, ককসবাজার পৌরসভা কমিটির সাধারণ সম্পাদক আবদুল মালেক রাজন, কক্সবাজার পৌরসভার সহকারি প্রকৌশলী নুরুল আলম, উপ-সহকারি প্রকৌশলী টিটন দাশ, কক্সবাজার পৌরসভার সহকারি লাইন্সম্যান নুরুল হক, আবু চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।
পাঠকের মতামত: