ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

কক্সবাজারে চেয়ারম্যান পদে মোস্তাক আহামদ চৌধুরী নির্বাচিত

15741006_2কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান সালাহ উদ্দীন মাহমুদকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে দিয়ে টানা দ্বিতীয়বার কক্সবাজার জেলা পরিষদের চেয়ারে বসলেন মোস্তাক আহামদ চৌধুরী। তিনি ৭৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ২১৯ ভোট।
বেসরকারিভাবে প্রাপ্ত তথ্য মতে, ১নং ওয়ার্ড কুতুবদিয়ার কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে মোট ভোট ৮১। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৬৪ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ১৬ ভোট। ২ নং ওয়ার্ড মহেশখালীর ইউনুছখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট ৮৫, মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৫৪ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ১০ ভোট। ৩নং ওয়ার্ড মহেশখালীর বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট ৫৩। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৪১ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ০৯ ভোট। ৪নং ওয়ার্ড পেকুয়া উপজেলা পরিষদ হল রুম কেন্দ্রে মোট ভোট ৮১। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৫২ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ২৬ ভোট। ৫নং ওয়ার্ড চকরিয়া উত্তর বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট ৬৫। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ২৯ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ৩৬ ভোট। ৬নং ওয়ার্ড চকরিয়া ইলিশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট ৭৮। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৪৬ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ৩২ ভোট। ৭নং ওয়ার্ড চকরিয়ার মধ্য চকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট ৬৮। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৩৭ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ৩১ ভোট। ৮নং ওয়ার্ড চকরিয়ার ডুলাহাজারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট ৫২। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৩৪ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ১৭ ভোট। ৯নং ওয়ার্ড ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট ৬৫। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৫৮ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ০৭ ভোট। ১০নং ওয়ার্ড কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে মোট ভোট ৭১। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৫৯ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ১১ ভোট। ১১নং ওয়ার্ড রামুর এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে মোট ভোট ৫৫। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৫১ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ০৪ ভোট। ১২নং ওয়ার্ড গর্জনিয়া ফাইজুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে মোট ভোট ৫২। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৪৮ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ০৪ ভোট। ১৩নং ওয়ার্ড রামুর দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে মোট ভোট ৫৩। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৪৪ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ০৯ ভোট। ১৪নং ওয়ার্ড উখিয়া উপজেলা পরিষদ হলরুম কেন্দ্রে মোট ভোট ৮১। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৭০ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ০৭ ভোট। ১৫নং ওয়ার্ড টেকনাফ উপজেলা পরিষদ হলরুম কেন্দ্রে মোট ভোট ৮১। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৮১ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ০ ভোট।
মোস্তাক আহামদ চৌধুরীর প্রাপ্ত মোট ভোট ৭৬৮ এবং সালাহ উদ্দী মাহমুদের মোট প্রাপ্ত ভোট ২১৯ ভোট।

পাঠকের মতামত: