ঢাকা,শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

কক্সবাজারে এমপি কমলের ব্যতিক্রমী সেবা ॥ পর্যটকদের জন্য উন্মুক্ত ওসমান ভবন

নীতিশ বড়ুয়া, রামু ::  বিশ্বের অন্যতম পর্যটন শহর কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের এবার নিজের বসত বাড়ি ‘ওসমান ভবন’ বিনামূল্যে থাকার সু-ব্যবস্থা রয়েছে বলে ঘোষনা দিলেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। আগামী পর্যটন মৌসুমকে সামনে রেখে কক্সবাজারে আগত পর্যটকদের থাকার সুবিধার কথা চিন্তা করে এমপি কমল এ উদ্যোগ নেন। ওসমান ভবনের ছবি সম্বলিত এ সংবাদটি ১২ নভেম্বর, মঙ্গলবার এমপি কমলের ব্যক্তিগত সহকারি আবু বক্কর ছিদ্দিকের ফেসবুকে প্রকাশিত হলে মুহুর্তেই ভাইরাল হয়।

সাইমুম সরওয়ার কমল এমপি’র বসত বাড়ি ‘ওসমান ভবন’ কক্সবাজার শহরের ৮ মাইল পূর্বে দেশের অন্যতম পুরাকীর্তির শহর রামু উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত।

উপজেলা পরিষদের পার্শ্বে মনোরম পরিবেশে অবস্থিত সুবিশাল ভবনে এসি/ননএসি বেশ কয়েকটি অত্যাধুনিক রুম রয়েছে। শতাধিক পর্যটকের রাত্রি যাপনের সাথে গাড়ী পার্কিং এর জন্য রয়েছে বিশাল আঙ্গিনা। সেমিনারের সুবিধার্থে ভবনের নীচ তলায় রয়েছে পরিপাটি হলরুম। সাথে রয়েছে শতাধিক লোকের ডাইনিং সুবিধা। বিশাল আঙ্গিনায় বড় আঙ্গিকে যে কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারবে ভ্রমন পিপাসু পর্যটকরা।

এছাড়া পর্যটন শহর কক্সবাজার জেলার মাঝামাঝি স্থানে রামু উপজেলা অবস্থান করায় জেলার যেকোন উপজেলার পর্যটন স্পট পরিদর্শনে রয়েছে যাতায়াতের সহজ সুবিধা। ওসমান ভবন একজন এমপি’র বাড়ি হলেও সাধারণ মানুষের পদচারনায় মুখরিত বাড়িটি গত কয়েক বছর ধরে সর্বসাধারনের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এমপি কমল নিজেই। বাড়িটির নিরাপত্তায় সার্বক্ষণিক সিসি ক্যামরা দ্ধারা নিয়ন্ত্রিত।

এ ব্যাপারে এমপি কমল জানান, পর্যটন মৌসুমে কক্সবাজার জেলায় বিপুল পর্যটকের ঢল নামে। এসময় অনেকেই হোটেল কক্ষ না পেয়ে বিড়ম্বনায় পড়েন। কক্সবাজারের পাশাপাশি রম্যভূমি রামুর দৃষ্টিনন্দন বৌদ্ধবিহার গুলো এখন পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কক্সবাজারে আগত পর্যটকেরা যেন কোন অসুবিধায় না পড়েন সেই জন্য রামুর মন্ডলপাড়াস্থ ওসমান ভবন উম্মুক্ত করে দেওয়া হয়েছে। কক্সবাজারে যারা হোটেল কক্ষ পাবে না তাঁরা সেখানে গিয়ে অনায়াসে বিনামূল্যে থাকতে পারবেন। তাঁদের জন্য ফ্রি খাবারেরও ব্যবস্থা রয়েছে। নিয়োজিত থাকবে প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক।

এমপি কমলের ব্যক্তিগত সহকারি আবু বক্কর ছিদ্দিক জানান, গত কয়েক বছর ধরে পর্যটন মৌসুমে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি মহোদয়ের আহবানে অনেক পর্যটক রামুর ওসমান ভবনে বিনামূল্যে রাত্রি যাপন করেছেন। নব দম্পতিদের মধুচন্দ্রিমা কাটিয়েছেন এ ভবনে। সাধারণ শ্রেণীর লোকজন এই বাড়িকে ব্যবহার করেন কমিউনিটি সেন্টার হিসাবেও।

বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত মরহুম আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরীর সুযোগ্য সন্তান, কক্সবাজার সদর আসনের দুইবারের নির্বাচিত সাংসদ, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি, সাংসদের স্ত্রী সৈয়দা সেলিনা সরওয়ার, বোন নিগার সরওয়ার কানিজ, নাসরিন সরওয়ার কুমকুম ও তানজিলা সরওয়ার রুনা পর্যটকদের ওসমান ভবনে আতিথেয়তা গ্রহন করার জন্য ০১৩১০০৬০২৩৭ নাম্বারে যোগাযোগ করার আহবান জানিয়েছেন। ### ###

পাঠকের মতামত: