ঢাকা,বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

কক্সবাজারে উন্নয়নে দূর্নীতি করলে ছাড় দেয়া হবেনা -আমরা কক্সবাজারবাসী

সংবাদ বিজ্ঞপ্তিঃ

কক্সবাজারে সরকারের মেগা প্রকল্প সহ সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ডে কোনোপ্রকার দূর্নীতি করা হলে সে যেই হোক তাতে আপোষ করবেনা বলে হুশিয়ারী উচ্চারণ করছেন জেলার গণমানুষের অধিকার আদায় আন্দোলনের বৃহৎ সামাজিক সংগঠন আমরা কক্সবাজারবাসী।

গতকাল শহরের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে আমরা কক্সবাজারবাসী সংগঠনের শহর শাখার উদ্যেগে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের শহর শাখার সভাপতি সফিনা আজিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমরা কক্সবাজারবাসী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সহ সভাপতি যথাক্রমে- মেহেরুজ্জামান, কামাল উদ্দিন পেয়ারো, ফরিদুল আলম হেলালী, নুরুল আজিম কনক, দপ্তর সম্পাদক সাংবাদিক মহসীন শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুল হক, সহ মহিলা বিষয়ক সম্পাদক শরিফাতুন্নেছা পাখি ও সাইফ উদ্দিন।

এতে আরও বক্তব্য রাখেন, শহর শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল রিফাত ও সালাহ উদ্দিন প্রমূখ।

সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আব্দুল গফুর।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, অবিলম্বে নির্মিতব্য সকল সড়ক যানজট মুক্ত রাখতে শহরে বাস অনুপ্রবেশ বন্ধ করতে হবে, অবৈধ সিএনজি স্টেশন উচ্ছেদ করতে হবে, পর্যটকসহ সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ফুটপাত উন্মুক্ত করতে হবে, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে সকল স্থাপনা উচ্ছেদ করতে হবে, জেলার পর্যটন শিল্পকে বিকশিত করতে পরিকল্পিত উন্নয়ন করতে হবে, সকল সরকারি বেসরকারি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ এনজিওগুলোতে রোহিঙ্গাদের চাকরি থেকে ছাঁটাই করে স্থানীয়দের চাকুরী নিশ্চিত করতে হবে এবং এ অঞ্চলের ভূমিহীন মানুষকে পুনর্বাসন করতে হবে। অন্যথায় জেলাবাসীকে সাথে নিয়ে রাজপথে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুশিয়ারী দেন।

পাশাপাশি, আমরা কক্সবাজারবাসী সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী ঝাঁজঝমকভাবে পালনের লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভায়, কক্সবাজারের দুই কৃতি সন্তান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দিন ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও আমরা কক্সবাজারবাসী সংগঠনের প্রধান উপদেষ্টা লেঃ কর্ণেল ফোরকান আহমদ জেলায় কক্সবাজার শহর এবং জেলায় আন্তরিকতার সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার তাদের ভুয়সী প্রশংসা করেন বক্তারা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের অন্যতম সংগঠক মা টিনটিন রাখাইন, উজ্জ্বল সেন, মোহাম্মদ ফারুক হোসেন, নাজমা সোলতানা রুমা, নারগিস সুলতানা, জান্নাতুল আরিশা উর্মি, নুরুল ইসলাম নাহিদ, আব্দুল মালেক, আবুল কালাম, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ সোহেল আরমান, মোরশেদ উল্লাহ, ওসমান গনি, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ রফিক প্রমূখ।

পাঠকের মতামত: