নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারে আরও ২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনার আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল মোট ১০৬ জনে। এছাড়াও আজ (২২ মে) পুরাতন আরও ৬ জনের ফের ফলাফল পজিটিভ এসেছে। কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করা ১৭৪ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের ফল পজিটিভ আসে। এদের মধ্যে পুরাতন আরও ৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। শনাক্তকৃতদের অধিকাংশই চকরিয়া উপজেলার।
হাসপাতালের রেকর্ড কর্মকর্তা আমির হামজা বলেন, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে শুক্রবার পর্যন্ত করোনা রোগী ছিল ৩০ জন। ৬৫ জনের মতো ঘরে চিকিৎসা নিচ্ছেন। নতুন আরো রোগী হাসপাতাল আইসোলেশনে আসলে হিমশিম খেতে হবে চিকিৎসকসহ স্টাফদের।
পাঠকের মতামত: