ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

কক্সবাজারে আরও ২২৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :: কক্সবাজারে সর্বশেষ ২৪ ঘন্টা নমুনা পরীক্ষায় ২৩ জন রোহিঙ্গাসহ ২২৪ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ২১৬ জন। ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে ৮ জনের। এ তথ্য জানিয়েছেন কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান।

তিনি জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় শনাক্তের হার ২৬.৭৩ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৩১.৭২ শতাংশ।

সিভিল সার্জন আরও জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে ৭৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এছাড়াও জেলা সদর হাসপাতালসহ অন্য হাসপাতালে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে ২২৩ জনের। নতুন আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ৯২ জন, রামুর বাসিন্দা ১৪ জন, উখিয়ার বাসিন্দা ২৩ জন, টেকনাফের বাসিন্দা ৫০ জন, চকরিয়ার বাসিন্দা ৬ জন, পেকুয়ার বাসিন্দা ৩ জন ও মহেশখালীর বাসিন্দা ১৩ জন।

এছাড়াও উখিয়ায় বসবাসরত ২০ বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক এবং টেকনাফে বসবাসরত ৩ জন বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকের রিপোর্ট পজিটিভ এসেছে।

পাঠকের মতামত: