ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

কক্সবাজারে অভিযান ; ৮ প্রতিষ্ঠানকে জরিমানা 

আতিকুর রহমান মানিক, কক্সবাজার ::  কক্সবাজার শহরে বাজার তদারকি অভিযানে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর যৌথ টীম ৪ এপ্রিল বিকালে বড় বাজারে এ অভিযান পরিচালনা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার’র সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন জানান, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্হিতিশীল রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, অধিক দামে পণ্য বিক্রয় করা, নষ্ট ফলমূল বিক্রয়ের জন্য সংরক্ষন করা, নোংরা পরিবেশে খাদ্য পন্য গুদামজাত করনের অপরাধে এসময় আল্লার দান ফল বিতানকে দশ হাজার, সাতকানিয়া ফল বিতানকে দশ হাজার, হারুন স্টোরকে পাঁচ হাজার, কে ডি এম স্টোরকে ৮ হাজার, এস কে ফল বিতানকে ৫ হাজার, ফয়েজ স্টোরকে ২ হাজার, বিসমিল্লাহ স্টোরকে ২ হাজার, ও শাহরিয়ার এণ্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসাইন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার’র সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন অভিযানে নেতৃত্ব দেন। জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা অভিযানে সহায়তা করেন।

পাঠকের মতামত: