বার্তা পরিবেশক :
কক্সবাজারের প্রাচীন শুদ্ধ সংগীত শিক্ষার প্রতিষ্ঠান, কক্সবাজার শহরে প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু সড়কে অবস্থিত কক্সবাজার সংগীতায়তনের সার্বিক উন্নয়নে এক লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন আমেরিকায় কর্মরত অ্যাটর্নী অব ল ব্যারিষ্টার গোলাম রফিক উদ্দিন মাহমুদ। তিনি উখিয়া উপজেলার রতœাপালংয়ের স্থায়ী বাসিন্দা এবং কৃতী সন্তান। অনুদানের চেক প্রদান অনুষ্ঠান গত শনিবার সন্ধ্যায় সংগীতায়তন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যারিষ্টার গোলাম রফিক উদ্দিন মাহমুদ আনুষ্ঠানিকভাবে সংগীতায়তনের সভাপতি শিল্পী রায়হান উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম নেওয়াজের হাতে অনুদানের চেক তুলে দেন। এসময় গোলাম রফিক উদ্দিন মাহমুদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগীতায়তন কার্যকরী পরিষদের সদস্য সংস্কৃতি কর্মী মুহাম্মদ আলী জিন্নাত। এসময় অন্যান্যদের মধ্যে সংগীতায়তনের সংগঠক প্রকৌশলী বদিউল আলম, আবদুল মতিন আজাদ, জসিম উদ্দিন বকুল, কবি অমিত চৌধুরী, শিল্পী আলম শাহ, দেলোয়াড় হোসেন, পরেশ দে, এ,কে, ফরিদ আহমদ, নাসির উদ্দিন বিপু, জাহাঙ্গীর আলম খান, বিশ্বজিত ধর লালন, সোহেল রানা, তিলক কর্মকার, জুলফিকার আলী। অনুষ্ঠানের গোলাম রফিক উদ্দিন মাহমুদের সার্বিক সাফল্য কামনা করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে তাঁর সম্মানে সংগীত পরিবেশন করেন শিল্পী রায়হান উদ্দিন, আলম শাহ ও সোহেল রানা। ব্যারিষ্টার গোলাম রফিক উদ্দিন মাহমুদ সংগীতায়তনে উপস্থিত হলে তাঁকে সাদরে বরণ করা হয় এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পাঠকের মতামত: