বার্তা পরিবেশক :: ০১-০৭ নভেম্বর কক্সবাজারের ৯০ জন অনলাইন উদ্যোক্তাদের উদ্যোগ নিয়ে কক্সবাজার ইয়্যুৎ এন্টারপ্রেনিয়রস ক্লাব এর মাসিক আয়োজন “অনলাইন উদ্যোক্তা হাট” অনলাইনে অনুষ্টিত হচ্ছে।
আত্মকর্মসংস্থানে তরুণদের অনুপ্রাণিত করার অন্যতম প্ল্যাটফর্ম ‘কক্সবাজার ইয়্যুৎ এন্টারপ্রেনিয়রস ক্লাব’র উদ্যোগে অনলাইনে অনলাইন উদ্যোক্তা হাট অনুষ্ঠিত হচ্ছে। চলবে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত। তরুণ উদ্যোক্তাদের পণ্য ও সেবা যৌথভাবে অনলাইনে ত্রেতাদের সামনে তুলে ধরার মাধ্যমে করোনার কারণে বিপর্যস্ত উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর জন্য এ উদ্যোগ।
https://www.facebook.com/groups/coxsbazareshopওয়েব ঠিকানায় থাকছে মোট ৯০ টি প্রতিষ্ঠান।
হাটের আহবায়ক ফাওজিয়া তাবাচ্ছুম বলেন,– করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন কক্সবাজারের ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তারা। এখন যদিও একটু একটু করে কেনা-কাটা চালু হচ্ছে, তখনও অনেক উদ্যোক্তার পূর্বতন অবস্থায় ফিরতে পারছেন না।সংগঠিতভাবে প্রচার প্রচারণার মাধ্যমে ক্রেতা সাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য এই অনলাইন হাটের আয়োজন করা হয়েছে। যেহেতু অনলাইনে সবকিছু সম্পন্ন হবে তাই স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে চলাটা সহজ হবে।
অনলাইন হাটে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো Parcel Providing Service(PPS), Hosna Collection, Peak69 eshop, Mom’s Kitchen , Exclusive prokity collection, Rehan Boutiques, রাহী’র রসুঁই / Pori’s shop, IQRA Sopping Bazar , FAROSA’S shop, MM Men’s Clothing, সোনাদিয়া শুটকি বিতান, স্বপ্নীল বাটিক, Cox Priyo Shop, Henna art by Airin , Modern flavored dress, বগুড়ার গোয়াল, Sama’s Fashion Gallery , Romana’s boutique and Nokhi design, Mrs. Choice, Flavours 29, Mom & Kids Zone, Sanjida’s collection, classy online shop, Afshara’s food dairy, Comfort Dress Zone, Ajmira Art Gallery, Sarsha, Sani’s Collection, Modern accessories, Ayesha’s Showcase, My product, Khanom, Nur homemade baby food, Moon’s Closet, Deal khuji, Ahuty FS Collection, Ahuty FS Sweets, Delicious cooking 4″ U”, প্রকৃতি প্রিয়া, Boby’s Catering, Beauty Outlet, Craftistas, তুলো, চারুলতা, Beauty’S, Rawnak’s Cook Art , Fashion Floral, Afrin’s World, Raima’s creation, I fashion gallery, LAJUK Boutiques, Capsicum, andormahal, Healthy Needs, Nokshi Fashion , Doriar Haat- দরিয়ার হাট, নানান, Beauty Outlet, Rupshi Bangla bootieqes and borka house, নৈসর্গীক শোভা, Authentic food, ESHA Exclusive , Homaira’s racepe, Easy Life Shop, ABAAN, Beauty Gallery, Pdx-parcel delivery express, Shine&Shadow, Eateria, Rose tasrin, Marz clothing, আলোকিত ঘর, মুদি বউ, Trusted Food Catering Service In Cox’sbazar, Yaqeen Shop, Bakery Heaven , palongki konna, Eti’s collection , Rokomari Sheba , কক্সবাজার শুটকি মহল, DINE CRAFT , Jubaida’s Kitchen , Starina’s kitchen, তাজরিয়ান ফ্যাশন & ডিজাইন, মুনার হ্যাঁশেল, Fatema’s Gallery, লীলাবাই সহ ৯০টি উদ্যোগ ও উদ্যোক্তা।
এসব পণ্য ও সেবার তালিকায় রয়েছে রান্নাঘরের বাসায় তৈরী করা খাবার থেকে শুরু করে পোষাক পর্যন্ত। তা ছাড়া রয়েছে বিভিন্ন ধরনের বাসায় তৈরী খাবার, পোশাক ও জুয়েলারি, চামড়াজাত পণ্য, খাদ্যসামগ্রী, প্রসাধনী, সিকিউরিটি এবং বৈদ্যুতিক সরঞ্জাম।
অনলাইন হাট সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে সংগঠনটির ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/coxsbazareshop। রসঙ্গত, “কক্সবাজার এন্টারপ্রেনিয়রস ক্লাব’ নামের এ প্লাটর্ফম থেকে বিগত সময়ে শতাধিকের বেশি নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়েছে।
অনলাইন মেন্টরিং ছাড়াও এ কক্সবাজার এন্টারপ্রেনিয়রস ক্লাব উদ্যোক্তা ও হবু উদ্যোক্তাদের জন্য বিভিন্ন অভিজ্ঞতা বিনিময়, দক্ষতা বৃদ্ধি ও নেটওয়ার্কিংয়ের নানা আয়োজন করে থাকে।
পাঠকের মতামত: