ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারের ইসলামপুর মধ্য নাপিতখালীর ব্রিজ বিধবস্ত : ঝুঁকির মুখে শিক্ষার্থীরা

জহিরুল ইসলাম, চকরিয়া ::
বাড়ীর পাশ দিয়ে আসছে রেললাইন, সেটা খুশির খবর। কিন্তু রেললাইন প্রকল্পে ব্যবহৃত ভারী যানবাহন চলাচলের কারণে গ্রামীণ জনপদের রাস্তাঘাট, ব্রিজ, কালভাট ভেঙ্গে অঙ্গার হয়ে যাচ্ছে। চরম দুুর্ভোগে পড়ছে গ্রামীণ জনপদের মানুষ।
রেল লাইন প্রকল্পের মাটি কাটার কাজে ব্যবহৃত স্কেবেটর সহ ভারী যান চলাচলের কারণে বিধবস্ত হয়েছে জন গুরুত্বপূর্ণ ব্রিজটি।
যানবাহন চলাচলতো দুরের কথা শতশত শিশু শিক্ষার্থী ও হাজার হাজার জনগণ ঝুঁকি নিয়ে চলাচল করছে। কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী গ্রামের বিধবস্ত এই ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
গত একমাস পুর্বে ব্রিজটির উপর দিয়ে নিয়ে যাওয়া হয় স্কেবেটর। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় এই ব্রিজটি।
এলাকাবাসী জানান, এই ব্রিজটির পাশে রয়েছে মধ্য নাপিত খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামে মসজিদ, ফোরকানিয়া ও মক্তব। ৬/৭ শত ছাত্র ছাত্রী, মুসল্লিরা ও অšত দেড় হাজার মানুষ ঝুঁকি নিয়ে নিয়মিত চলাচল করছেন।
যথাযত কর্তৃপক্ষের মাধ্যমে ব্রিজটি পুনরায় সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

পাঠকের মতামত: