ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

এ মাস শেষে কয়েক লাখ মোবাইলে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ!

_whatssঅনলাইন ডেস্ক :::

২০১৬ এর শেষ নাগাদে বিশ্বব্যাপী কয়েক লাখ মোবাইলে বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। কারণ হিসেবে বলা হচ্ছে মোবাইল ডিভাইস এর অপারেটিং সিস্টেমটি হতে হবে আপডেটেড। নইলে এই সেবা বন্ধ করে দেয়া হবে।অবশ্য এই ঘোষণা আসছিলো বছরের শুরু থেকেই।
আর তা কার্যকর হতে যাচ্ছে চলতি মাসের শেষ দিক থেকেই।  ফলে সারাবিশ্বব্যাপী কয়েক লক্ষাধিক মোবাইল ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ব্যবহার থেকে বঞ্চিত হবেন ।
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়, যদিও আমাদের অগ্রযাত্রায় এসব মোবাইল ডিভাইস গুরুত্ব বহন করে এসেছে, কিন্তু আমাদের অ্যাপের ফিচারে যে পরিবর্তন আনা হবে সেগুলো সমর্থন করবে না এই ডিভাইস।
আমরা আমাদের আগামী ৭ বছরের দিকে তাকাই, সেসময় অধিকাংশ লোকই যে মোবাইল প্লাটফর্ম ব্যবহার করবে।  আমরা সেদিকেই নজর দিতে চাই।
জানা যায়, আইফোনের ক্ষেত্রে আইফোন ৩জিএস কিংবা যেসব ডিভাইসে আইওএস ৬ দ্বারা পরিচালিত হয় সেসব ডিভাইসে হোয়াটসঅ্যাপ বন্ধ হবে।
এছাড়া প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ জেনারেশনের আইপ্যাডেও হোয়াটসঅ্যাপ বন্ধ হবে। অ্যান্ড্রয়েডের ২.১ অথবা ২.২ অপারেটিং সিস্টেমের ডিভাইসেও এই বছরের শেষ নাগাদ হোয়াটসঅ্যাপ সমর্থন করবে না। একইভাবে উইন্ডোজ ৭ ডিভাইসেও বন্ধ হবে হোয়াটসঅ্যাপ। আর ২০১৭ এর জুন নাগাদ  হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে ব্ল্যাকবেরি ১০, নোকিয়া এস৪০ এবং নোকিয়া সিম্বিয়ান এস৬০তেও

পাঠকের মতামত: