এম.জিয়াবুল হক, চকরিয়া ::
গতকাল মঙ্গলবার ৮ মে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাথে ছিলেন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের নেতৃত্বে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাত সদস্যের একটি টিম। গতকাল সকালে আগত প্রতিনিধি দলকে কক্সবাজার বিমানবন্দরে উপস্থিত থেকে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদীর নেতৃত্বে স্বাগত জানানোর মাধ্যমে ফুলেল সংবর্ধনা দেন কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন নেতৃবৃন্দ।
সংবর্ধনা শেষে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিনিধিদল রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করেন। ওইসময় তাঁরা শরনার্থীদের মাঝে ত্রাণও বিতরণ করেন। বিকালে এএফসি ও বাফুফে নেতৃত্ব কক্সবাজার ফিরে কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় করেন। সভায়¡ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, পরিদর্শন শেষে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন, রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে সকল ধরণের অপরাধ নির্মুলে খেলাধুলার প্রচলন নিশ্চিত করতে হবে। সেইজন্য এএফসির পক্ষ থেকে তাদের জন্য খেলাধুলার সব ধরণের উপকরণ সরবরাহ দেওয়া হবে। কারণ খেলাধুলায় মক্ত থাকলে সকল বয়সের মানুষ অপরাধ প্রবণতা থেকে মুক্ত থাকতে পারে।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, কক্সবাজার জেলা ফুটলীগের কার্যক্রম আরো বেশি বিকশিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে বাফুফে। তৃনমুল থেকে নতুন নতুন তারকা খেলোয়াড় তৈরী করতে বাফুফে সারাদেশে পরিকল্পিতভাবে কর্মসুচি হাতে নিয়েছেন। সেই কর্মসুচির আওতায় কক্সবাজার জেলার প্রতিটি অঞ্চলে ফুটবল খেলার মান্নোয়নে প্রদক্ষেপ নেয়া হবে। সংর্বধনা অনুষ্ঠানে কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন নেতৃবৃন্দ ছাড়াও চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কোচ নুরুল আবছার, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। #
পাঠকের মতামত: