ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

এমপি জাফর আলমের সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলেন সাঈদী

নিউজ ডেস্ক ::

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী সৌজন্য সাক্ষাত করতে গেলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলমের সাথে। শনিবার ২৩ মার্চ ফজলুল করিম সাঈদী, এমপি জাফর আলমের চকরিয়া পৌরসভাস্থ পালাকাটা বাসভবনে সৌজন্য সাক্ষাত করতে গেলে সংসদ সদস্য জাফর আলম গত ১৮ মার্চ বিজয়ী হওয়া আলহাজ্ব ফজলুল করিম সাঈদীর সাথে পরস্পর মতবিনিময় করেন। এসময় দু’জন নির্বাচনের সময় পরস্পর কাদা ছুড়াছুড়ি ভূলে গিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে কুশল বিনিময় ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলাপ আলোচনা করেন বলে আলহাজ্ব ফজলুল করিম সাঈদী সিবিএন-কে জানিয়েছেন। প্রসঙ্গত, আওয়ামীলীগ থেকে দলীয় মনোননয় নাপেয়ে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় আওয়ামীলীগ নেতা ফজলুল করিম সাঈদী আনারস প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে লড়ে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরীকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী একইদিন তাঁর প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন চৌধুরীর ফাসিয়াখালীস্থ বাসভবনে গিয়েও সৌজন্য সাক্ষাত করেন।

পাঠকের মতামত: