ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

এমপি কমল বাংলাদেশের দলনেতা ও স্পিকার হলেন, লন্ডনে ৩ দিন ব্যাপি আইপিইউ কনফারেন্স

প্রেস বিজ্ঞপ্তি ::

আগামী ০৯–১১ সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) কনফারেন্সে অন্যতম স্পিকার হলেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। তিনি কক্সবাজার-০৩ (সদর-রামু) আসনের জাতীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।

৩ দিন ব্যাপি ছয় ধাপে অনুষ্টিত এ কনফারেন্সে ৪ জন স্পিকারের মধ্যে সাইমুম সরওয়ার কমল এমপি অন্যতম। তিনি সেখানে স্পিকার হিসেবে দশ মিনিট বক্তব্য রাখবেন এবং ছয় ধাপে অনুষ্ঠিত কনফারেন্সে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে আছেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ঈমাম এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের এবাদুল করিম এমপি। প্রতিনিধি দল আগামী ০৮ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং আগামী ১৪ সেপ্টেম্বর দেশে ফিরবেন।

পাঠকের মতামত: